ব্রেকিংঃ

ভোলার মেঘনা নদী থেকে ডুবন্ত জাহাজের তেল হরি লুট।।

স্টাফ রিপোটার।।

ভোলার মেঘনা নদীতে সাগর নন্দিনী-২ নামের এক জাহাজ অন্য জাহাজের সাথে সংঘর্ষে প্রায় ১১ লাখ লিটার তেলসহ ডুবে গেছে।

২৫ ডিসেম্বর রবিবার ভোর ৪টার দিকে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ডুবন্ত জাহাজের তেল হরিলুট করে নিয়ে গেছে বিভিন্ন জেলে ও তেল ব্যবসায়ীগন। ইলিশা, রাজাপুরের বিভিন্ন ব্যবসায়ীরা এই তেল হরিলুট করে অল্প দামে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাগর নন্দিনী-২ এর মাস্টার মাকছুদুর রহমান প্রতিবেদক কে বলেন, রবিবার ভোর রাতে কুয়াশার কারণে একটি জাহাজ হঠাৎ সাগর নন্দিনীকে না দেখে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে চাঁদপুরগ্রামী ওই জাহাজে প্রায় ১১ লাখ লিটার তেল ছিল। এতে প্রায় ১১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ তেলের হরিলুট হয়েছে, কারও সর্বনাশ তো কারও পৌষ মাসের মতো ঘটনা ঘটছে। নৌ-পুলিশের কথিত কয়েকজন মাঝিও হরিলুটের মতো তেল নিয়েছে।

এ ঘটনায় ইলিশার নৌ-পুলিশ ১ হাজার লিটার তেলসহ ৭ জনকে আটক করেছে।

ইলিশা মাছ ঘাটের ব্যবসায়ী ভুট্ট বেপারী বলেন, পুলিশের সামনে দিয়ে মানুষ তেল তুলে নিয়ে গেছে, যে যেভাবে পারছে সেভাবেই নিয়েছে। কিন্তু পুলিশ আটক করেছে কিছু সাধারণ জেলেদের। আমি প্রতিবাদ করায় আমাকে ৩০ মিনিটের মত আটক রাখে।

এ বিষয়ে নৌ-পুলিশের এসআই করিম বলেন, আমরা খবর পেয়ে নদী থেকে ৭ জনকে আটক করেছি এবং ৫ ব্যারেল তেল জব্দ করেছি।

তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।