ব্রেকিংঃ

‘বঙ্গবন্ধু’ উপাধির রূপকার ভোলার কৃতি সন্তান তোফায়েল আহমেদ।।

এম রহমান রুবেল।।

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি। ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ থেকে মুক্তিলাভের পর তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) প্রায় ১০ লক্ষ জনতার এক বিশাল সমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তখনো অবশ্য শেখ মুজিবের সঙ্গে বঙ্গবন্ধু উপাধিটি যুক্ত হয়নি। সেদিনের সমাবেশে ডাকসুর তৎকালীন ভিপি ও সর্বদলীয় ছাত্র-সংগ্রাম পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ তাঁকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।

এরপর থেকেই শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ নামে পরিচিত হয়ে ওঠেন৷ অমর ‘বঙ্গবন্ধু’ উপাধির রূপকার ভোলা জেলার কৃতি সন্তান তোফায়েল আহমেদ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।