ব্রেকিংঃ

কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করবে তারুন্যের কন্ঠস্বর-প্লাটফর্ম

জনতার বানী ডেক্স॥
ভোলায় তারুন্যের কন্ঠস্বর-প্লাটফর্মের মাসিক সভা অনুষ্ঠিত। আজ ২০ জুলাই (শনিবার) বিকালে ভোলা জেলা শিশু একাডেমি কার্যালয়ে সংগঠনটির এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। বরিশাল মহিলা কল্যাণ সংস্থা (বিএমকেএস)আয়োজনে নারীপক্ষ’র অধিকার এখানে, এখনই (জঐজঘ) প্রকল্প সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনটির জেলা সমন্ময়কারী আদিল হোসেন তপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনটির সদস্য সাদ্দাম হোসেন,রহমান মিম,ইমতিয়াজুর রহমান,আবদুল্লাহ আল নোমান,জয়ন্ত সোমদ্দার,রামিম,জান্নাতুল ফেরদৌস মিম,শাকিল,প্রিন্স,হৃদয়,সৌরভ,রাব্বি প্রমুখ।
সভায় ইউনিয়ন পর্যায়ে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবাকেন্দ্র পর্যাবেক্ষণ করা। সেখানে কিশোর-কিশোরী ঠিক মতো সেবা পাচ্ছে কিনা তার জন্য তাদের সাথে কথা বলতে বলা। এছাড়াও ত্রৈমাসিক কর্মপরিকল্পনা তৈরী,স্থানীয় সহযোগী সংগঠনের সংশ্লিষ্ট কর্মীর সাথে যোগাযোগ রক্ষা, অধিকার ভিত্তিক মানসম্মত স্বাস্থ্য সেবা ব্যবস্থার জন্য স্থানীয়দের সাথে এ্যাডভোকেসী করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও ভোলার ৪ টি স্কুলে স্বাস্থ্য সুরক্ষা বার্তা পৌছে দেয়ার জন্য ক্যাম্পেইন করার সিদান্ত নেয়া হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।