ব্রেকিংঃ

ভোলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

স্টাফ রিপোটার।।”স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যানের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমান এর সঞ্চালনায় ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)রিপন কুমার সাহা।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা ও উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দরা।

সভায় বক্তারা বলেন, সঠিক, সময়োপযোগী ও মানসম্পন্ন পরিসংখ্যান প্রস্তুত করে পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অপ্রগতিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন তথ্য উপাত্যের ভিত্তিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবিক্ষণ করা হয়।

২৭ ফেব্রুয়ারী জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পরিসংখ্যান কার্যালয়ে ভোলা কৃতক আয়োজিত প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে অফলাইন ও অনলাইন বিজয়ী ৬ জন কে পুরস্কৃত করা হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।