ব্রেকিংঃ

বিশ্বকাপের অর্জিত অর্থে মায়ের গ্রামে মসজিদ বানাবেন দেম্বেলে

ক্রিড়া ডেক্স:

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম তারকা ওসমান দেম্বেলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালে না খেললেও প্রাইজমানি আর বোনাসের টাকা পাচ্ছেন বার্সেলোনার এই খেলোয়াড় বিশ্বকাপে অর্জিত সব টাকাই তিনি খরচ করতে যাচ্ছেন মুসলমানদের জন্য মসজিদ নির্মাণের কাজে

ফ্রান্সের ভারননে জন্ম নেয়া দেম্বেলের পূর্বপুরুষরা আফ্রিকান। তার মাবাবা দুজনেই আফ্রিকায় জন্ম নিয়েছেন। যেখানে তার বাবা মালি এবং মা মৌরিতানিয়া সেনেগালের বংশ। আর দেম্বেলে হচ্ছেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের ২৩ সদ্যেসের অন্যতম ১৫ জনের একজন, যিনি আফ্রিকান আদি

মুসলিম অধ্যুষিত মায়ের গ্রাম মৌরিতানিয়াতে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন দেম্বেলে। তাতে খরচ করবেন বিশ্বকাপে অর্জিত সব টাকা। শতভাগ মুসলমানদের এই দেশটির আয়তন ১০ লক্ষ ৩০ হাজার বর্গ কিলোমিটার

মিলিয়ন জনগনের মৌরিতানিয়াকে পুরোপুরি মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে চেনা হয়। যেখানে ১৯৬০ সালে এই ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল দেশটি

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।