ব্রেকিংঃ

ঝুলন্ত সিলিং ফ্যান পড়ে সূর্যমুখী কিন্ডার গার্ডেনের ২ শিক্ষার্থী আহত

এম রহমান রুবেল ॥
ঝুলন্ত সিলিং ফ্যান পড়ে ভোলা শহরের প্রানকেন্দ্রের সূর্যমুখী কিন্ডার গার্ডেনের ২ শিক্ষার্থী আহত হয়েছে । আজ (শনিবার )১২টার দিকে স্কুল চলাকালিন সময়ে এই ঘটনা ঘটে। ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছে।
প্রতক্ষ্যদর্শী সুত্রে যানা যায়, ১২টার দিকে স্কুল চলাকালিন সময়ে চলন্ত ফ্যান পড়ে গিয়ে ২ শিক্ষার্থি আহত হয় । আহত শিক্ষার্থীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ার কারনে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । গুরুতর আহত শিক্ষার্থীর নাম বশুদা আচার্য । কেজি শ্রেনীর ছাত্রী বশুদা ভোলা বাপ্তা টবগি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও ভোলার খ্যাতিমান ব্যাটমিন্টন খেলোয়ার অসিম আচার্য শান্তর মেয়ে ।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভোলা সুশিল সমাজের অনেকেই জানিয়েছেন যে, ভোলার বিভিন্ন কিন্ডার গার্ডেন গুলোর অবস্থা খুবই নাজুক । কতৃপক্ষের অব্যাবস্থাপনার কারনে বর্তমানে অনেক কিন্ডার গার্ডেনগুলোর ভবন ঝুকিপূর্ন । যা কোমলমতি শিশুদের জীবনের জন্য ঝুকি হয়ে দাড়িয়েছে। জরুরী ভিত্তিতে কিন্ডার গার্ডেনগুলোর প্রতি প্রশাসন সজাগ দৃষ্টি না দিলে যে কোন দিলে যে কোন সময় এর চেয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে আশংখা করেছে তারা ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।