ব্রেকিংঃ

কোষ্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ ৭ ডাকাত আটক

এম রহমান রুবেল ॥
কোষ্টর্গাডের অভিযানে হাতিয়া থেকে অস্ত্র সহ ৭ ডাকাতকে আটক করা হয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে ০৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) ২০১৮ তারিখ আনুমানিক রাত ৮টা ৩০মিনিটের কোস্টগার্ডের অভিজানে বন্দুক ,রামদা ও দেশী অস্ত্র সহ ৭ ডাকাতকে আটক করা হয়েছে । বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের সিজি বেইস ভোলা ও সিজি বেইস হাতিয়ার যৌথ ভাবে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ব্রীজ বাজার এলাকায় অবস্থানরত কুখ্যাত ডাকাত তাহের বাহিনীর আস্তানায় অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত বাহিনী কোস্টগার্ডকে লক্ষ করে গুলি চালায় । এ সময় ২ কোষ্টগার্ড সদস্য আহত হয় । আত্বরক্ষার্থে কোষ্টগার্ড পাল্টা গুলি চালালে ডাকাতেরা পালানোর চেষ্টা করে। এসময় তাহেরের বাহিনির সেকেন্ড ইন কমান্ড সহ ৭ ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ টি বন্দুক , ১০ রাউন্ড তাজা গুলি, ৫ টি ধারলো রামদা, ৩ টি মোবাইল ফোন ও নগদ ১১,০০০/০০ হাজার টাকা সহ আটক করা হয়। আটককৃত ডাকাতদের হাতিয়া থানা পুলিশের হাতে হস্থান্তর করা হয়েছে ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।