ব্রেকিংঃ

ভোলায় মন্ডপগুলোতে দূর্গা প্রতিমা তৈরীর কাজ শুরু

গোপাল চন্দ্র দে॥
আগমনী বার্তা নিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বা দূর্গোৎসব। মহালয়ার মধ্যদিয়ে দেবী দুর্গার আগমন ঘটবে মর্তলোকে। হাতে খুব অল্প রসময় তবে কাজ অনেক ইতিমধ্যে ভোলার প্রায় সব পূজা মন্ডপে পালরা ব্যস্ত মা দূর্গার প্রতিমা তৈরীর কাজে। কোথাও চলছে প্রতিমা বেনা দেওয়া আবার কোথাও প্রতিমা মাটি করনের কাজ।
জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে জানান, এবছর জেলায় ৫টি পূজা মন্ডপ বেড়ে ১০৮টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী ১৪ অক্টোবর(রবিবার) মহাপঞ্চমী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে শুরু হবে এ শারদীয় দুর্গোৎসব। এর আগে ৯ অক্টোবর (মঙ্গলবার) হবে মহালয়া। এবছর মা দূর্গা আসছেন ঘোটক (ঘোড়ায়) চেপে। দশমী পূজার মধ্য দিয়ে ১৯ অক্টোবর (শুক্রবার) শেষ হবে এ উৎসব।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।