শিল্প কলকারখার অপেক্ষায় ভোলার গ্যাস ক্ষেত্র
মোঃ বিল্লাল হোসেন :
ভোলা প্রতিনিধি গ্যাসে ভাসছে ভোলা। আর এ গ্যাসকে কাজে লাগিয়ে স্বল্প পরিমানে গড়ে উঠতে শুরু করছে শিল্প কল কারখানা। তবে পর্যাপ্ত পরিমান শিল্প কল কারখানার অপেক্ষায় ভোলার মজুদ গ্যাসক্ষেত্র। শাহবাজপুর গ্যাস ক্ষেত্র ছাড়াও নতুন নতুন বিপুল পরিমান গ্যাসের সন্ধান মিলছে দ্বীপরাণী জেলা ভোলায়। যদিও বানিজ্য মন্ত্রী তোফায়েল অাহম্মদের প্রচেস্টায় ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিল্প কলকারখানায় মালিকগন ভোলার এসে নতুন শিল্প কলকারখানার প্রতিষ্ঠার সম্ভাব্য স্থান গুলো পরিদর্শন করেছেন এবং প্রতিষ্ঠান নির্মানের জন্য কার্যক্রম শুরু করেছেন। সূত্র জানিয়েছে, শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের ৪টি কূপ ছাড়াও শাহবাজপুর ইস্ট এবং শাহবাজপুর নর্থ নামে আরো দুটি গ্যাস ক্ষেত্র আবিস্কার হয়েছে। চলতি বছর নতুন এদুটি গ্যাস ক্ষেত্রের কূপ খনন কাজ শুরু হওয়ারও পরিকল্পনা রয়েছে। ভোলায় ভোলার তিনটি কূপের মধ্যে শাহবাজপুর নামের একটিতে প্রতিদিন উত্তলনকৃত গ্যাস থেকে ২২৫ পাওয়ার প্লান্ট, ৯০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং সাড়ে ৩৪ ক্ষমতা সম্পন্ন রেন্টাল পাওয়ার প্লান্টসহ আবাসিক এবং বানিজ্যিক প্রতিষ্ঠান মিলে উত্তলন হচ্ছে প্রতিদিন প্রায় ৬৫ বিলিয়ন ঘনফুট। আর ভোলাতে প্রতিদিন প্রায় ৬৫ বিলিয়ন ঘনফুট পরিমান গ্যাস ব্যবহার অব্যাহত থাকলে আগামী ২৫ থেকে ৩০ বছর এ গ্যাস শুধুমাত্র শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে মজুদ থাকবে । এবং বাকি বছরগুলো নতুন আরো দুটি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস ব্যাবহার করবে।