ভোলায় চ্যানেল আই এর বর্ষপূর্তি পালিত

এম জামিল হোসেন :
‘কোটি প্রাণে মিশে, আমরা এখন ২০’ এ এই স্লোগানে ভোলায় চ্যানেল আই এর ২০তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। রবিবার রাত ১২ঃ১ মিনিটে ভোলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে এই বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়। প্রেসক্লাব এর আহবায়ক আলহাজ্ব আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, চেম্বার অব কর্মাসের পরিচালক শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মুনসুরসহ ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আর টিভি ও যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপুর সঞ্চালনায় সুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই এর প্রতিনিধি হারুন-উর রশিদ।