ব্রেকিংঃ

ভোলা জেলা আইনজীবি সমিতির মতবিনিময় সভা ॥ কর্মসূচি ঘোষনা

এম মইনুল এহসান ॥
ভোলা জেলায় নব সৃজিত অতিরিক্ত জেলা ও দ্বায়রা জজ আদালত চরফ্যাশন উপজেলায় স্থানান্তরের প্রতিবাদে এবং আইন মন্ত্রনালয়ের জারিকৃত প্রজ্ঞাপন বাতিলের দাবীতে র্অধদিবস হরতালসহ ৩দিনের কর্মসুচি ঘোষনা করেছে ভোলা জেলা আইনজীবি সমিতি।
মঙ্গলবার (৯ অক্টোবর) ভোলা জেলা আইনজীবি সমিতি (দক্ষিন) ভবনে জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. এম ওবায়েদুর রহমান শাজাহানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় ভোলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই কর্মসুচী ঘোষনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন,ভোলা প্রেসক্লাবের আহবায়ক আবু তাহের,জেলা পিপি এ্যাড. সৈয়দ আশরাফ হোসেন লাবু, সাবেক পিপি এ্যাড. জুলফিকার আহমেদ, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, চেম্বার অব কমার্সের পরিচালক ও বাসমালিক সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বাস মালিক সমিতির সহ-সভাপতি রুহুল আমিন, ,সাংবাদিক এম এ বারী, জনকন্ঠ ও মাছরাঙা টিভি প্রতিনিধি হাসিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভোলা জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক ও জিপি এ্যাড. নুরুল আমিন নূরনবী।
এসময় বক্তারা বলেন,গত ১ সেপ্টম্বর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় ভোলা জেলায় নব সৃজিত অতিরিক্ত জেলা ও দ্বায়রা জজ আদালতটি ভোলা জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে চরফ্যাশন উপজেলায় স্থানন্তরের প্রজ্ঞাপন জারি করে। কিন্তু এ বিষয়টি ভোলা জেলার অন্যান্য সকল উপজেলার জনসাধারনের স্বার্থের এবং আইনের পরিপন্থী। ভোলা জেলা সদর থেকে অনেক দূরে হওয়ায় যাতায়াতের কারনে জনসাধারন চরম ভোগান্তিতে পড়বে এবং ন্যায় বিচার পেতে তাদের অন্ত্যন্ত কষ্ট সাধ্য হবে। তাই এই বিষয়টি বিবেচনা করে ভোলা জেলা আইনজীবি সমিতি সহ ভোলা জেলার বিভিন্ন স্তরের জন সাধারন সুশীল সমাজ জনপ্রতিনিধিরা চরফ্যাশনে নব সৃজিত অতিরিক্ত জেলা ও দ্বায়রা জজ আদালতটি স্থাপনের প্রতিবাদ জানিয়ে চরফ্যাশন উপজেলায় অতিরিক্ত জেলা ও দ্বায়রা জজ আদালতের কার্যক্রম স্থগিত করে জেলা সদরে আদালতটি স্থাপনের দাবী জানিয়ে মানববন্ধন,স্মারকলিপি প্রদান,আদালত বর্জন সহ বিভিন্ন শান্তিপূর্ন কর্মসূচী পালন করছে।
তাই ভোলা জেলা আইনজীবী সমিতি ভোলার সর্বস্তরের জন সাধারনকে সাথে নিয়ে বৃহস্পতিবার (১১ অক্টোবর) জেলা আইনজীবি সমিতি থেকে একটি প্রতিবাদ মিছিল বেরে করে শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করবে এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান, শনিবার বিকালে ভোলা শহরে লিফলেট বিতরন, রবিবার অর্ধদিবস হরতাল এবং ঐদিন আদালতের সকল কার্যক্রম বর্জন করার ঘোষনা দেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।