ব্রেকিংঃ

চরফ্যাসনের অতিরিক্ত জেলা ও দ্বায়রা জজ আদালত বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ভোলা জেলা আইনজীবি সমিতির স্বারকলীপি প্রদান

এম মইনুল এহসান ॥
ভোলা জেলার নব সৃজিত অতিরিক্ত জেলা ও দ্বায়রা জজ আদালত জেলা সদর থেকে চরফ্যাসন উপজেলায় স্থানান্তরের প্রতিবাদে এবং পুনরায় জেলা সদরে স্থানান্তরের দাবিতে প্রতিবাদ মিছিল , জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও জেলা প্রশাসকের মাদ্ধমে মাননীয় প্রধানমন্ত্রী বরবর স্বারকলীপি প্রদান করেছে ভোলা জেলা আইনজীবি সমিতি। বৃহস্পতিবার সকালে ভোলা জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.ওবায়দুর রহমান শাজাহান ও সাধারন সম্পাদক ও জিপি আলহাজ্ব এ্যাড. নুুরুল আমিন নুরনবীর নেতৃত্বে ভোলা জেলা ও দ্বায়রা জজ আদালতের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল টি ভোলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় আইনজীবিরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান র্ধমঘট করে । পরে জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিকির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলীপি প্রেরন করা হয়।এসময় ভোলা জেলা পিপি এ্যাড. সৈয়দ আশরাফ হোসেন লাভু , সাবেক পিপি ও জিপি এ্যাড. জুলফিকার আহমদ , পিপি এ্যাড. গোলাম মোর্শেদ তালুকদার কিরন , এ্যাড. মো: শাজাহান , এ্যাড.বশিরউল্লাহ, এ্যাড. সোয়েব হোসেন মামুন ,এ্যাড.ফজলে সোবাহান লাভু , এ্যাড. জান্নাতুল ফেরদাউস সহ ভোলা জেলা বারের অন্যান্য আইনজীবিবৃন্দ উপস্থিত ছিলেন। আগামি রবিবার ভোলা জেলা ও দ্বায়রা জজ আদালতের সকল কার্যক্রম স্থগিত থাকবে বলে আইনজীবি সমিতি জানিয়েছেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।