ব্রেকিংঃ

‘খাশোগি নিখোঁজের ঘটনায় আমাদের পক্ষে নিশ্চুপ থাকা সম্ভব নয়’

এএফপি: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিখোঁজ হওয়া সাংবাদিক জামাল খাশোগিকে নিয়ে তুরস্ক নীরব থাকতে পারে না। তুরস্ক সব দিক থেকেই ঘটনাটি খতিয়ে দেখছে।

খাশোগি ইস্তানবুলের সৌদি কনস্যুলেট থেকে বেরিয়েছিলেন তার প্রমাণ দিয়ে সৌদি আরবকে সিসিটিভি ফুটেজ প্রকাশেরও আহ্বান জানিয়েছেন এরদোগান। খবর আনাদুলু এজেন্সির।

প্রসঙ্গত, খাশোগিকে শেষবার গত সপ্তাহে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করতে দেখা গিয়েছিল। এর পর থেকে তার আর কোনো খোঁজ নেই। তাকে ওই কনস্যুলেটের ভেতরে খুন করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তুরস্ক। সৌদি আরব তুরস্কের আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে।

এরদোগান বলেন, এমন একটি ঘটনার পর আমাদের পক্ষে নিশ্চুপ থাকা সম্ভব নয়। কারণ ঘটনাটি সাধারণ কোনো ব্যাপার নয়।

সৌদি আরব কর্তৃপক্ষ খাশোগির কনস্যুলেট ভবন ত্যাগের ছবি নেই বলে জানিয়েছে। তারা বলেছে, কনস্যুলেটের ক্যামেরায় শুধু লাইভ ফুটেজ দেখা যায় এর কোনো রেকর্ড থাকে না।

সৌদি আরবের এ যুক্তি নিয়েই প্রশ্ন তুলে এরদোগান বলেন, সৌদি আরবের কনস্যুলেট ভবনে কোনো ক্যামেরা সিস্টেম থাকবে না সেটি কি করে সম্ভব?

তুরস্কের স্থানীয় কয়েকটি গণমাধ্যম এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে দাবি করেছে, এসব ভিডিওতে নিখোঁজ সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে নিয়ে চক্রান্তের প্রমাণ আছে।

ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন কয়েকজন সৌদি গোয়েন্দা কর্মকর্তা ইস্তানবুলের বিমানবন্দর দিয়ে তুরস্কে ঢুকছেন ও বেরিয়ে যাচ্ছেন।

এদিকে তুরস্কের ডেইলি সাবাহ পত্রিকার খবরে বলা হয়, তারা খাশোগির অন্তর্ধানের ঘটনায় জড়িত একটি গোয়েন্দা টিমের ১৫ সদস্যকে চিহ্নিত করেছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।