ব্রেকিংঃ

ভোলায় নিষেধাজ্ঞা অমাধ্য করায় ৩৩ জেলের জেল

 
গোপাল চন্দ দে ॥
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে মাছ ধরায় ৩৩ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মা ইলিশ ও জাল জব্দ করা হয়েছে। এদের মধ্যে ২৫ জেলেকে ১ বছর কারাদন্ড ও ৮ জেলেকে জরিমানা প্রদান করা হয়েছে।
 
ভোলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, আজ  শনিবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশ ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে অভিযান চালায়। এ সময় দৌলতখানের থেকে ১১ জন, বোরহানউদ্দিন থেকে ৪ জন ও সদর উপজেলার মেঘনা নদী থেকে ১৮ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ২৫ জেলেকে ১ বছর করে কারাদ- ও বাকি ৮ জেলেকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া এসময় ১৩ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হওয়া।
 
পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।