ব্রেকিংঃ

ভোলায় জেলেদের জালে ৪৫ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ

মোঃ মাহে আলম ।।

ভোলায় জেলেদের জালে ৪৫ কেজি ওজনের অলিভ রিডলে নামে বিরল প্রজাতির একটি কচ্ছপ ধরা পরেছে।
সূত্রে জানাযায়,বুধবার(৫ ডিসেম্বর) সকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় মেঘনা নদীতে জেলেদের পাতা জালে বিলুপ্ত প্রায় এই কচ্ছপটি ধরাপড়ে।
এদিকে এ ঘটনার খবর শুনে ভোলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটিকে জেলেদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে।
অপরদিকে লোক মুখে কচ্ছপ আটকের খবর ছড়িয়ে পড়লে কচ্ছপটি দেখতে দলে দলে উৎসুক লোক ঘটনাস্থলে ছুটে আসে। এর আগে কখনো ভোলায় এমন প্রজাতির কচ্ছপের দেখা মেলেনি বলে জানায় কচ্ছপটি দেখতে আসা উৎসুক জনতা।
জানাযায়, শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে বিবিন্ন উপকূলীয় এলাকায় মা কচ্ছপ ডিম পাড়তে আসে। শীতকাল থেকে বর্ষার শুরু পর্যন্ত কচ্ছপের ডিম পাড়ার সময়।
ভোলা বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, মেঘনা নদীতে জেলেরা মাছ ধরার জন্য জাল পাতে আর সেই জালে আটকা পড়ে জলপাই রঙা বিরল এই কচ্ছপটি। আমরা খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি জেলেদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসি।
তিনি বলেন এই প্রজাতির কচ্ছপ সাধারণত সমুদ্রে বসবাস করে, শীত শুরুর সঙ্গে সঙ্গে এদের ডিম পাড়ার মৌসম শুরু হয় তাই এরা ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে বিভিন্ন উপকূলে উঠে আসে।
পরবর্তিতে এই কচ্ছপটিকে নির্জন উপকূল চর কুকরি মুকরিতে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।