ব্রেকিংঃ

দৌলতখানের মেদুয়ায় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে ভুয়া প্রার্থীর নিয়োগ বাতিলের দাবিতে লিখিত অভিযোগ

স্টাফ রির্পোটার॥
দৌলতখানের মেদুয়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ায় প্রোভাইডার (সিএইচসিপি) পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুয়া নাগরিকত্ব দেখিয়ে সিএইচসিপি পদে নিয়োগ পাওয়া উত্তর জয়নগর ইউনিয়নের বাসিন্দা কামরুন নাহারের নিয়োগ বাতিল করে প্রকৃত প্রার্থীদের নিয়োগের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ও ভোলা জেলা সিভিল সার্জন কাছে লিখিত আবেদন করেছে সিএইচসিপি পদের অন্যান্ন প্রার্থিরা।
গত ১৩/২/২০১৮ তারিখে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সারাদেশে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে (শুন্য পদে) কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে । উক্ত বিজ্ঞপ্তিতে আবেদনকারিকে স্ব-স্ব ইউনিয়নের শূন্য পদে দরখাস্থ করার জন্য বলা হয়। বিজ্ঞপ্তির ১ম শর্তে আবেদনকারিকে অব্যশই আবেদনকৃত ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে বলে উল্লেখ আছে । পরে ২০/৭/ ২০১৮ তারিখে স্ব-স্ব বিভাগে সিএইচসিপি আবেদনকারিদের লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তিতে ১৫/১০/২০১৮ তারিখে স্ব-স্ব বিভাগের বিভাগিয় পরিচালকের কার্যালয়ে ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত নবেম্বর মাসের ২৮ তারিখ চুরান্ত ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলের সাথে সংযুক্ত বিজ্ঞপ্তিতে উল্লোখ আছে যে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি অনুযায়ি কোন তথ্য গোপন বা ভুল তথ্য দিয়ে থাকলে তা প্রমানিত হলে নিয়োগ পত্র বাতিল করা হবে।
দৌলতখান উপজেলাধীন ২নং মেদুয়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে গত নবেম্বর নিয়োগ পাওয়া কামরুন নাহার বিজ্ঞপ্তির শর্তাবলী না মেনে ভুয়া ঠিকানা দিয়ে মেদুয়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে আবেদন করেছে । প্রকৃতপক্ষে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী কামরুন নাহার দৌলতখান উপজেলার ৪নং উত্তর জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা। সে ২নং ওয়ার্ডের বিশ্বাস বাড়ির মো: আমির হোসেন চৌকিদারের মেয়ে। উত্তর জয়নগর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও ভোটার। কামরুন নাহারের স্বামী মো: সোহেল দৌলতখান পৌরসভার নাগরিক। এমত অবস্থায় কামরুন নাহার কোনক্রমেই মেদুয়া ইউনিয়নের নাগরিক না। মেদুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: মনজুর আলম লিখিত প্রত্যায়ন পত্রের মাধ্যমে কামরুন নাহার মেদুয়ার নাগরিক না বলে নিশ্চিত করেছেন ।
এমত অবস্থায় ভুয়া নাগরিত্ব দেখিয়ে মেদুয়া ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে নিয়োগ পাওয়া কামরুন নাহারের নিয়োগ বাতিল করে মেদুয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের নিয়োগের দাবি জানিয়েছেন মেদুয়া ইউনিয়ন কমিউিনিটি ক্লিনিকের সিএইচসিপি পদের অন্য সকল প্রার্থীরা ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।