ব্রেকিংঃ

‘বড়দিন ও থার্টি ফাস্ট নাইটে বাসার ছাদেও অনুষ্ঠান করা যাবে না’

জনতার বনী ডেক্স ।।

বড়দিন ও থার্টি ফাস্ট নাইটে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। দিন দুটিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো উদযাপন করা যাবে না। এমনকি বাসার ছাদেও না।

বুধবার (১৯ ডিসেম্বর) ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, বড়দিনের নিরাপত্তায় আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠানস্থলে অপরিচিত ও সন্দেহভাজন কোনও ব্যক্তি দেখলে পুলিশকে জানাবেন। প্রত্যেকটি চার্চে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবে।

তিনি বলেন, কোনো উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনো সমাবেশ, গান-বাজনা করা ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ। ৩০ ডিসেম্বর রাত থেকেই নগরীর সকল ধরনের বার বন্ধ থাকবে। যেকোনো ধরনের ডিজে পার্টি নিষিদ্ধ থাকবে।

থার্টি ফাস্ট নাইটে আইডি কার্ড ব্যতীত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।