ব্রেকিংঃ

সিইসিকে ভোলায় আমন্ত্রন জানালেন বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর

মো: আমির হোসেন ॥
সিইসিকে নির্বাচনি পরিবেশ দেখার জন্য ভোলায় আমন্ত্রন জানিয়েছেন ভোলা ১ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফন্ট মনোনিত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর । বৃহস্পতিবার দুপুর ১২টায় ভোলা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আমন্ত্রন জানান ।

এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন,নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান নেই। বিএনপির প্রার্থীরা প্রচার প্রচারনা চালাতে পারছে না। ভোলা ২ এবং ৩ আসনের বিএনপি প্রার্থী সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) গৃহবন্দী অবস্থায় আছেন । তারা ঘর থেকে বের হতে পারছেন না। বাড়ির সামনে ছাত্রলীগ, যুবলীগের নেতা- কর্মিরা ঘিরে আছে। তাদের বাসার খাবার ফুরিয়ে গেছে। খাদ্যের অভাবে তারা কষ্ট পাচ্ছে , বাজার করতেও ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না। অথচ প্রধান নির্বাচন কমিশনার, আপনি বার বার বলেন নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড বিদ্যামান আছে । আপনি ভোলায় আসুন এবং দেখুন লেভেল প্লেইং ফিল্ডের কি অবস্থা।
বিএনপি নেতা কর্মীদের উপরে হামলা হচ্ছে, মামলা হচ্ছে। আ’লীগ আচরন বিধি লঙ্ঘন করেও নির্বাচনী প্রচার প্রচারনা চালাতে পারবে, অন্যদিকে বিএনপি প্রচার প্রচারনার দুরের কথা বাজার করার জন্যও ঘর থেকে বের হতে পারবে না এই কেমন লেভেল প্লেইং ফিল্ড।

গত ১৫ তারিখ আমার প্রতিদন্দী প্রার্থী তোফায়েল আহমদ আমার বাড়িতে এসেছিলেন। তিনি একজন বর্ষিয়ান জাতীয় নেতা , সরকারের গুরুত্বপুর্ন মন্ত্রী। তিনি আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশের কোথায় কি হবে তা দেখার প্রয়োজন নাই , ভোলার নির্বাচনি পরিবেশ শান্তিপুর্ন হবে। তিনি বলেছিলেন তার পক্ষ থেকে ভোলার নির্বাচনি পরিবেশ শান্তিপুর্ন থাকার জন্য সর্বত্বক সহযোগিতা থাকবে। অথচ ১৫ তারিখ থেকেই ভোলার বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মারধর করা হচ্ছে,বাড়িঘরে হামলা হচ্ছে ।১৫ তারিখের পর থেকে এ প্রর্যন্ত ১৭ জন কর্মীকে আটক করা হয়েছে । আমারা প্রশাসনের সহযোগিতা কামনা করেছিলাম , প্রশাসন আমাদের সহযোগিতা না করে আমাদের সাথে বিমাতা সুলভ আচরন করছে ।

এ সময় আওয়ামীলীগ পন্থী লোকদের নির্বাচনী পুলিং ও প্রিজাইডিং অফিসার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন । এছারও তিনি ভোলা জেলা পুলিশ সুপার ও ভোলা সদর থানার ওসিকে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করেন

সংবাদ সম্মেলনে, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য হায়দার আলী লেলিন, ভোলা জেলা বিএনপির সম্পাদক হারুনর রশিদ ট্রুম্যান, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির সোপান,সাংগঠনিক সম্পাদক এনামুল হক ,সদর থানা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ সহ ভোলার বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের হামলায় আহত কয়েকজন কর্মি ও তাদের পরিবার উপস্থিত ছিলেন ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।