ব্রেকিংঃ

ভোলায় জলবায়ু পরিবর্তনে জেলেদের জীবন মান উন্নয়ন শীষক সেমিনার অনুষ্ঠিত

মো: আজিমউল্লাহ ॥
ভোলার বিভিন্ন এলাকার জেলে ও তাদের প্রতিনিধিদের সাথে“ জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জনে উপকুলিয় বিপদাপন্ন মৎসজীবি সম্পদায়ের জীবন মান উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ” র্শীষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কোষ্টট্রাট সিজেআরএফ প্রকল্পের আয়োজনে ভোলা জেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে ভোলা সদর উপজেলা জলবায়ু ফোরামের সহ-সভাপতি ও ডেইলি ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিনিধি এ্যড. কামালউদ্দিন সুলতানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো: আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগিয় বন কর্মকর্তা মো: ফরিদ মিঞা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গির উদ্দিন আহমদ।
কোস্টট্রাস্টের উর্ধŸতন প্রকল্প সমন্বয়কারী মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন কোস্টট্রাস্টের সমন্বয়কারী মো: সালেহীন সরফরাজ। মুল প্রবন্ধে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি হুমকিতে থাকা জেলেদের সুরক্ষায় করনিয় বিষয়াবলী তুলে ধরা হয় । মুল প্রবন্ধে জেলেদের সুরক্ষায় কয়েকটি সুপারিশ প্রস্তাব করা হয় ।
এ সময় আরো বক্তব্য রাখেন জলবায়ু ফোরাম ভোলা সদর উপজেলার সভা সভাপতি মোকাম্মেল হক মিলন, ব্রাক প্রতিনিধি আশরাফুল আলম, কোস্টট্রাস্ট সিএফটিএম প্রকল্পের সমন্বয়কারী মো:মিজানুর রহমান, নারীনেত্রী বিলকিস জাহান মুনমুন , ক্ষুদ্র মৎসজীবি সমিতির সভাপতি মো: নুরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তরা বলেন , জলবায়ু পরিবর্তনের ঝুকিতে থাকা উপকুলীয় ক্ষুদ্র জেলেদের জীবনমান উন্নয়নে সকলের সমন্বিতভাবে উদ্যোগ গ্রহন করতে হবে । সাগর নদীতে সাধারন মৎস জীবিদের মৎস আহরনে নিরাপত্তার ব্যাবস্থা গ্রহন করতে হবে। আমাদের দেশের উপকুলিয় অঞ্চলের অনেকেই মাছ ধরা পেশার সাথে জরিত। বাংলাদেশ পৃথিবির মধ্যে সর্বাধিক পরিমানে ইলিশ উৎপাদন করে । ইলিশ ছারাও অনেক মাছ এই অঞ্চলে উৎপাদন হয়। উপকুলিয় এলাকার অনেকেই এই পেশার সাথে প্রতক্ষ্য বা পরোক্ষ ভাবে জরিত। বছরে কয়েকরার মৎস প্রজনন , জাটকা , সহ বিভিন্ন কারনে মাছ ধরা বন্ধ থাকে। আবার জেলারা ঝড় জলোচ্ছাস সহ বিভিন্ন কারনে মাছ ধরার সময় নিরাপত্বাহিনতায় ভুগে থাকে। এছারাও পুজি সংকট সহ বিভিন্ন কারনে জেলেদের নানা অসুবিধা হয় । এই জেলেদের জন্য যদি সমন্বিত উদ্যোগ গ্রহন করা হয় তাহলে জেলেদের অনেক সমস্য সমাধান করা সম্ভব হবে ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।