ব্রেকিংঃ

লালমোহনে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ

লালমোহন প্রতিনিধি ।।
ভোলার লালমোহন উপজেলায় মো. রাসেল মাঝি নামে এক জেলের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে।

সোমবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউপির মাহাবুব মিঞার বাড়ির পুকুরে মাছ ধরতে গেলে রাসেল মাঝির জালে অন্যান্য মাছের সঙ্গে এ বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে।

খবর পেয়ে মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমায়। তবে উপস্থিত কেউই মাছটি শনাক্ত করতে পারেনি। এ অঞ্চলে এর আগে কখনও এমন মাছ দেখা যায়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাছটি সাকার মাউথ ক্যাটফিশ নামে পরিচিত। আমাদের দেশে সৌখিন মানুষরা অ্যাকুরিয়াম রেখে সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে। বাংলাদেশে এই প্রজাতির মাছ ১৯৮০ সালে থাইল্যান্ড থেকে আমদানি করা হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।