ব্রেকিংঃ

৩০ ডিসেম্বর জনগন বিএনপির নির্যাতনের জবাব দিবে- বানিজ্যমন্ত্রী

আবদুল্লাহ নোমান॥

জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর -১ আসনের আ’লীগের মনোনিত প্রার্থী বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ২০০১ সালে ক্ষমতা আসার পর স্বাধীনতা বিরুধীদের সাথে হাত মিলিয়ে ৫টি বছর দেশের অত্যাচর, গুম, ধর্ষণ, জঙ্গীবাদ, সন্ত্রাস, দেশদ্রহী কাজ চালিয়েছিল। তাদের এই নির্যাতনে বাংলাদেশের সাধারন মানুষ ও রেহাই পায়নি আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগন ব্যালটের মাধ্যমে বিএনপির নির্যাতনের জবাব দিবে ।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ভোলা বাংলা স্কুলের মাঠে পৌর আ’লীগের আয়োজনে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক জ্বালানি সচিব নাজিম উদ্দিন,ভোলা জেলা আ’লীগের সহ-সভাপতি আশরাফ হোসেন লাভু,হামিদুল হক বাহালুল মোল্লা,আনোয়ার হোসেন, সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা আ’লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আ’লীগ যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব,সাংগঠনিক সম্পাদক মো: ইউনুছ ও মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

এসময় তিনি বলেন বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। আজ নিজেদের অর্থায়নে পদ্মাসেতু তৈরী হয়েছে। আজ বাংলাদেশের প্রতিটি মানুষের জীবন জীবিকা বৃদ্ধি পেয়েছ। উন্নয়ন হচ্ছে দেশের প্রতিটি শহর থেকে গ্রাম অঞ্চল । আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে উন্নয়নে পথে। বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে। বিএনপি বাংলাদেশ এই উন্নয়নের অগ্রযাত্রাকে বিনষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। বিএনপির সকল ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ জেনে গেছে । সকল ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ মোকাবেলা করার জন্য প্রস্তুত। বাংলাদেশের মানুষ মানুষ শেখ হাসিনার উন্নয়নের পক্ষে । এদেশের জনগন চায়না বিএনপি, জামাতের কাছে ক্ষমতায় আসুক।

তিনি আরো বলেন আজ ভোলার যে দিকে তাকাবেন দেখতে পাবেন উন্নয়নের ছোয়া। আজ ভোলার শহর থেকে শুরু করে গ্রামের রাস্তা ঘাট পাকা, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ । ভোলাতে আজ শিল্প কল-কারখানা তৈরী হচ্ছে। সৃষ্টি হচ্ছে বেকার যুবকদের কর্মসংস্থান । ভোলার মানুষের সব সময় একটি ভয় কাজ করতো তা হলো নদী ভাঙন । নদী ভাঙনের ফলে অনেক পরিবার নি:স্ব হয়ে জীবন যাপন করতে হতো।
সেই নদী ভাঙন থেকে ভোলাকে, ভোলার মানুষকে রক্ষা করা জন্য করা হয়েছে। শুধু তাই নয় ভোলার অসহায় হত দরিদ্রদে মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ মাতৃকালীন ভাতা প্রদান করা হয়েছে। শুধু মাত্র বাংলাদেশ আ’লীগ সরকারের আমলে সম্ভব হয়েছে। তাই আগামী ৩০ তারিখ অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে । সেই দিন ব্যালটের মাধ্যমে নৌকায় ভোট দিয়ে সন্ত্রাস এর বিরুদ্ধে গণরায় দিতে হবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।