ব্রেকিংঃ

লালমোহনে বাল্যবিয়ে প্রতিরোধে পথনাটক

লালমোহন প্রতিনিধি।।
ভোলা লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে  বাল্যবিয়ে প্রতিরোধে ‘চলো বদলে যাই’ নাটক মঙ্গলবার প্রদর্শন করা হয়েছে।

ইউনিসেফের সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর সম্বনিত বাল্যবিয়ে প্রতিরোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের আয়োজনে নাটকের মাধ্যমে সমাজের অসঙ্গতির কথা তুলে ধরা হয়।

পথ নাটকে বাল্যবিয়ে ছাড়াও ইভটিজিং, যৌতুক, শিশুশ্রম, শিশু নির্যাতন ও শিশুর সহায়তায় চাইল্ড হেল্প লাইন-১০৯৮ এর সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

সমাজের বিভিন্ন কুসস্কার দূর করতে নাটক বড় ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় উপকূলের তৃর্নমূল মানুষকে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বাড়াতে এই পথ নাটক পরিবেশন করা হয়। নাটকগুলো এলাকার শতাধিক নারী, পুরুষ, কিশোর-কিশোরী উপভোগ করেন।

শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত লালমোহনের বদরপুর, ধলী গৌরনগর, চর উমেদ ও ফরাজগঞ্জ ইউপির বিভিন্ন স্পটে আটটি পথনাটক প্রদর্শন করা হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।