ব্রেকিংঃ

লালমোহনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে শিশু ও নারীসহ নিহত-২

আবদুল্লাহ নোমান ॥

ভোলার লালমোহন উপজেলাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে এক নারী ও শিশুসহ দুই জন নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার চরভুতা গ্রামের এ ঘটনা ঘটে। দুবর্ৃৃত্তদের দেওয়া আগুনে মারা গেছে সুরমা (২৫) ও তার বোনের মেয়ে খাদিজা (৮)। এ ঘটনায় আহত হয়েছে অংকুরা নামে আরো এক নারী। আহত অংকুরা বেগম কে বরিশাল মেডিকেল কলেজে হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত সুরমা বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের রফিকের স্ত্রী ও খাজিদা চরভুতা গ্রামের রফিজলের মেয়ে।
পুলিশ ও নিহতর পরিবারের লোকজন জানায় ,শুক্রবার রাতে পরিবারের সবাইকে নিয়ে অংকুরা বেগম তার ছোট মেয়ে খাদিজা ও ছোটবোন সুরমা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে সিং কেটে ঘরে ভিতরে প্রবেশ করে আগুন দিলে, আগনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই সুরমা মারা যায় এবং আহত হয় দুইজন। ঘরের লোকজনের চিৎকার আওয়াজ শুনতে পেরে স্থানীয় তাদের উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে এবং পরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টায় শিশু খাদিজা মারা যায়। বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেল ওয়ার্ড বয় আবুল কালাম খাদিজার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে হাসপাতালে আহত অংকুরার অবস্থা আশংকা জনক, তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে গেছে।
ভোলা জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন বলেন, নিহতের পরিবারের অভিযোগ নিহতের স্বামী রফিক এ আগুনের ঘটনার সাথে জড়িত থাকতে পারে।
সুরমার সাথে তার স্বামীর পারিবারিক কলোহ ছিল বলে পরিবারের লোকজন জানায়। সে কারনেই সে ঘরে আগুন লাগিয়ে স্ত্রীকে হত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

পুলিশের কয়েকটি টিম দুর্বিত্তদের ধরতে কাজ করছে বলে জানায়।
নিহত সুরমার মেজো বোন শাহিনুর ও ভাই মহিউদ্দিন সাংবাদিকদের জানান, সুরমার বাবার বাড়ি লালমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ডের প-িত বাড়ি। সুরমার ৬ মাস আগে বোরহানউদ্দিনের দেউলা এলাকার রফিকের সাথে বিয়ে হয়। বিয়ের পর স্বামী রফিকের সাথে বনিবনা হচ্ছিল না। তাদের সাথে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। এ নিয়ে বিচার শালিশও হয়। গত ১০দিন আগে সুরমাকে রেখে তার স্বামী চলে যায়। সে বড় বোন আংকুরার বাড়িতে উঠে। সেখানে এ ঘটনা ঘটে। এদিকে আগনে পুড়ে যাওয়ার ঘটনায় পরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।