ব্রেকিংঃ

ভোলায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

শহর প্রতিনিধি ॥
ভোলায় ভোগদখলীয় পুকুরে জোরপূর্বক পানি সেচ করায় বাধা দেওয়ায় ভোলা পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের ছাত্র মোস্তফা শাকিলকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এসময় আহত শাকিলের সাথে থাকা নগদ টাকা, স্বর্ণের চেইন, মোবাইল ফোন ও পুকুরের মাছ লুট করে নিয়ে গেছে হামলাকারীরা। গত শুক্রবার (২২ ফেব্রুয়ারী) সকালে ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভোলার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
সূত্রে জানা গেছে, পৌরসভার ৪নং ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকার মোঃ শামীম এর বাড়ীর দরজার ভোগদখলীয় পুকুরের মাছ ধরার জন্য জোরপূর্বক সেচ মেশিন বসায় মোঃ কালিমুল্যাহ, মোঃ আরিফ, মোঃ ফয়েজ গংরা। শামিমের ছেলে ভোলা পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের ছাত্র মোস্তফা শাকিল পুকুর পাড়ে গিয়ে কালিমুল্যাহ গংদেরকে পুকুরের সেচ মেশিন বসানোর কথা জিজ্ঞাস করে। এতে ক্ষিপ্ত হয়ে মোঃ কালিমুল্যাহ, মোঃ আরিফ, মোঃ ফয়েজ ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে এলোপাথারী মারধর ও কুপিয়ে জখম করে। এসময় শাকিলের সাথে থাকা নগদ টাকা, স্বর্ণের চেইন, স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা এসে শাকিলকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। পরের দিন কালিমুল্যাহ গংরা পুকুরের পানি শুকিয়ে মাছ ধরে নিয়ে যায়। এ ঘটনায় শাকিলের পিতা মোঃ শামীম বাদী হয়ে ভোলার আদালতে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মোঃ কালিমুল্যাহ গংদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।