ব্রেকিংঃ

পাকিস্তান হামলা চালাতে গিয়ে ভারতিয় পাইলট আটক

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় লক্ষবস্তুতে বুধবার হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দফতরের (এফও) এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

পাকিস্তানি হামলায় দুটি ভারতীয় বিমান ধ্বংস ও এক পাইলটকে আটক করা হয়েছে।-খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) জানিয়েছে, এছাড়াও ভারতীয় দুটি যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করা হয়েছে।

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, মঙ্গলবার ভারতীয় হামলার জবাব দিতে পাকিস্তানের যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে।

এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ধ্বংস হওয়া দুটির বিমানের একটির ধ্বংসাবশেষ আজাদ কাশ্মীরে এবং অন্যটি অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর জানিয়েছে, আমাদের অধিকার, ইচ্ছা এবং আত্মরক্ষা সক্ষমতা প্রতিষ্ঠা করতেই এ হামলা চালানো হয়েছে। উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা আমাদের নেই। কিন্তু যদি সংঘাতে ঠেলে দেয়া হয়, তবে আমরা পুরোপুরি প্রস্তুত।

এতে আরও জানানো হয়েছে, মানুষের প্রাণহানি ও অন্যান্য পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি এড়াতে বেসামরিক লক্ষবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।