ব্রেকিংঃ

ভোলায় যৌতুকের জন্য স্ত্রী কে পিটিয়ে আহত হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্ত্রী

 ইমন হাওলাদার ।।  ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাছান চকিদারের ব্রিজ সংলগ্ন গিয়াসউদ্দিন রাড়ীর বাড়ীতে এক নববধূ কে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ উঠেছে বর্তমানে ঐ গৃহবধূ ভোলা সদর হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে চিকিৎসাধীন পূর্ব ইলিশা ৯ নং ওয়ার্ডের দীন মজুর আলাউদ্দিন মিয়ার মেয়ে ও নির্যাতিতা গৃহবধূ সারমিন (২০) জানান, গত এক বছর পূর্বে রাজাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গিয়াসউদ্দিন রাড়ীর ছেলে এজাজুল ইসলাম রাকিব এর সাথে বিবাহ হয়। বিয়ের পর রাকিব কে যৌতুক হিসেবে সারমিন এর দিনমজুর বাবা ৯৫ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দিয়েছেন এবং মাত্র তিনমাস হয়েছে তাকে তার বাবা বাড়ী থেকে নিয়েছে শশুর বাড়ীতে আর এই তিনমাস ভালো কাটলে ও হঠাৎ স্বামী রাকিব ও তার শশুর বাড়ীর লোকজন যৌতুকের জন্য আবারো চাপ প্রয়োগ করতে থাকেন এবং সারমিন জেনে পেলেন তার স্বামী রাকিব তার আগে আরেকটি বিবাহ করেছেন সব জেনে সারমিন দিনমজুর বাবা কি ভাবে যৌতুকের টাকা দিবে এ কথা বলার পরই তার উপর শুরু হয় মানসিক নিযাতন । সর্বশেষ গত শনিবার সন্ধ্যার তার শশুর বাড়ীর লোকজন তাকে পিটিয়ে আহত করে এবং হাতে কোপ দিয়েছেন বলে ও জানান তিনি পরে তার মা ফুফু তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এই বিষয়ে সারমিন এর শশুর গিয়াসউদ্দিন রাড়ী জানান, মারধরের কোন ঘটনা ঘটেনি আর আগের বৌ নিজেই তালাক দিয়ে চলে গিয়েছে।

 

ইয়ামিন হাওলাদার জনতার বানী ডেক্সঃ০৩/০৩/১৯

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।