ব্রেকিংঃ

ভোলায় আলাউদ্দিন ও দিদারসহ তিন হোটেল ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

ইয়ামিন হোসেন ।। ভোলার শহরের সদর রোডের বাজারে বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল দুপুরে ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মাহামুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ৩টি হোটেলে নগদ ১৮ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেয়া ভোলা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মাহামুদুল হাসান জানান নিম্ম মানের খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ এর কারনে হোটেল আলাউদ্দিন কর্তৃপক্ষকে ১০ হাজার, দিদার কতৃপক্ষকে ৫ হাজার টাকা, পারভেজ ফুড কর্ণার কতৃপক্ষকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাবের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মানসহ ভোলা সদর থানার এ এস আই রাছেলএর সঙ্গীয় ফোর্স।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।