ব্রেকিংঃ

ভোলার ইলিশা ইউনিয়নে যুবকের রহস্যজনক মৃত্যু

 ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের পশ্চিম চর পাতা গ্রামের আঃ মালেক কবিরাজ বাড়ির মো. আঃ মালেকের ছেলে হারুন (৩৫) রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেছেন এদিকে কেউ বলছে বিষপান আবার কেউ বলছে রহস্যজনক কিন্তু আসল রহস্য ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ। বৃস্পতিবার (১৪) মার্চ ভোর ৬টার দিকে তার নিজ বাড়ির সামনে দাঁড়গা খালের পাড়ে তার লাশ দেখতে পান। খালে মাছ ধরার জেলেরা। পরে স্থানীয়’রা পুলিশকে খবর দিলে ইলিশা পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. মোক্তার হোসেন ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেন ময়নাাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ইনচার্জ মোক্তার হোসেন বলেন, প্রাথমিক তদন্ত সাপেক্ষে ধারণা করা যাচ্ছে, হারুন বিষ পানে আত্নহত্যা করেছে। তার মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছে। তবে সঠিক কারণ জানার জন্য লাশ ময়নাতদন্ত করা হবে। আমরা লাশ ভোলা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। স্থানীয় ও পরিবার বরাতে জানা যায়, হারুন প্রথমে একই গ্রামের মো. শহিদুল ইসলামের মেয়ে পারভীন আক্তারকে বিয়ে করেন। তাদের দুই সন্তান ও রয়েছে। আজ প্রায় ৬ মাস যাবত তাদের বিবাহ বিচ্ছেদ হয়। স্ত্রী পারভীন আক্তার নিজেই তাকে তালাক দিয়ে চলে যায়। আজ প্রায় ৪ মাস হয়েছে হারুন ২য় বিবাহ করেন একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. মানিক বেপারীর মেয়ে রেনু বেগমকে। সর্বশেষ গতকাল বিকালবেলা স্ত্রী রেনু বেগম বাবার বাড়ি থেকে শশুড়বাড়ি যায়( হারুনের বাড়ি)। গিয়ে হারুন কে না পেয়ে তিনি চলে আসেন বাবার বাড়ি। আর রাত পোহাতেই তার কাছে খবর যায় হারুন বিষ পানে আত্নহত্যা করেছে। হারুনের ২য় স্ত্রী আরো বলেন, আমাদের সংসারে কোন অশান্তি নেই। এমনকি আমার স্বামী হারুনের সাথে আমার কোন ঝগড়াও হয়নি। পরশু দিন হারুন আমাকে তার সাথে নিয়ে তার বাড়ি ঘর দেখিয়েছে। তারপর সে আর আমি পুনরায় বাবার বাড়ি চলে আসি। তার পরের দিন আমি আবার তার বাড়ি যাই। গিয়ে তাকে দেখতে না পেয়ে তার ফোনে কল দেই। কিন্তু তার ফোন বন্ধ পেয়েছি। তাই আমি পুনরায় আমার বাবার বাড়ি চলে এসেছি। কিন্তু আজ সকালে হঠাৎ খবর আসে সে বিষ পান করে আত্নহত্যা করেন। এদিকে স্থানীয়রা জানান দ্বিতীয় স্ত্রী রেনু বেগম শশুর বাড়ী এসে ও আবার কেনো চলে গেলো? নাকি কোন অজানা রহস্য লুকিয়ে আছে? এমন প্রশ্ন এখন পশ্চিম ইলিশায় সবার মাঝে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।