ব্রেকিংঃ

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

মোঃ মাহে আলম মাহী: ভোলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্টস কেবিনেট’ নির্বাচন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ধারাবাহিকতায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও অনুষ্ঠিত হয়েছে এই কেবিনেট নির্বাচন। ভবিষ্যৎ প্রজন্মকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ ভোট দানের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এবং গণতান্ত্রিক সরকার কাঠামোর সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত ও এ ব্যবস্থার সঙ্গে তাদের অভ্যস্থ করতে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে ভোটাভুটির মাধ্যমে এ নির্বাচনের আয়োজন করা হয়। জাতীয় নির্বাচনের আদলে শিক্ষার্থীদের এ নির্বাচনেও নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়। যারা সমগ্র নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। যাদের মধ্যে প্রভাতি শিফটে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- দশম শ্রেণির শিক্ষার্থী নাফিজা নাওয়াল এবং দিবা শিফটে ছিলেন দশম শ্রেণির ছাত্রী মালিহা আকতার।প্রভাতি ও দিবা দুই শিফটের জন্য পাঁচজন করে দশ জনকে প্রিজাইডিং অফিসার এবং দশজন করে বিশ জনকে পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়। শিক্ষার্থীদের মধ্যেই এসব দ্বায়িত্ব বন্টন করে দেয়া হয়।শিক্ষকরা এসব কর্মকান্ডে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেণ। আটটি পদের জন্য প্রভাতি শিফটে ষোল জন এবং দিবা শিফটে পনেরো জন প্রার্থী একে অন্যের বিপক্ষে লড়েছেন। প্রভাতি শিফটে মোট ভোটার সংখ্যা ৫৪৪ এবং দিবা শিফটে মোট ভোটার সংখ্যা ৫৫৮ জন। দুপুর ২টায় ভোট গ্রহন শেষ হলে শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুল হক নির্বাচিত কেবিনেটদের নাম প্রকাশ করেন। প্রভাতি শিফটে নির্বাচিত আট জন কেবিনেট হলেন ৬ষ্ঠ শেণির শিক্ষার্থী বিবি মরিয়ম মিহা ও ফাহমিদা রহমান লিছা। ৭ম শ্রেণির শিক্ষার্থী সায়মা কবির আনিকা ও ফাতেমা জায়েদ বিসমি। ৮ম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া সিকদার মীম, ৯ম শ্রেণির শিক্ষার্থী নাবিলা নূর এবং ১০ম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা নিশাত ও লুবাবা খাঁন ছহি। দিবা শিফটে নির্বাচিত আট জন কেবিনেট হলেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আফিফা মোস্তারি ও জান্নাতুল ফেরদৌস ফিফা, ৭ম শ্রেণির শিক্ষার্থী বিবি আচিয়া চাঁদনী ও আফিফা বিনতে মোফাজ্জল, ৮ম শ্রেণির শিক্ষার্থী মহিমা আকতার অহনা, ৯ম শ্রেণির শিক্ষার্থী তাসনিম আজিজ রিমি এবং ১০ম শ্রেণির শিক্ষার্থী সুজানা করিম ঐশী ও সুমাইয়া। এদের মধ্যে তাসনিম আজিজ রিমি সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ৪র্থ বারের মত কেবিনেট নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুল হক বলেন, বিদ্যালয়ে মোট ভোটার দুই শিফটে ১১০২ জন। ১০ ফেব্রুয়ারী তফসিল ঘোণা করা হয়। ১২ ফেব্রুয়ারী মনোনয়ন জমা নেওয়া হয়। মনোনয়নপত্রে ত্রুটি না থাকায় জমাদানকারী প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। ভোটাররা লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলাবদ্ধ হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কেউ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেনি। ফলে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশে বিলম্ব হয়নি। নির্বাচন সুষ্ঠু হওয়ায় প্রার্থীরা সকলেই ফলাফল মেনে নিয়েছে। তিনি আরো বলেন, স্টুডেন্ট কেবিনেট নির্বাচন গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন শিক্ষার অন্যতম প্লাটফর্ম। ভবিষ্যতে এ শিক্ষা কাজে লাগিয়ে তারা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।