ব্রেকিংঃ

নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও পথসভা

আবদুল্লাহ আল নোমান ॥

খ্রিস্টান জঙ্গি কর্তৃক নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে নামাজরত মুসল্লিদের গনহত্যার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করেছে ভোলা সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। সোমবার বেলা ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
এ সময় পথসভায় বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের প্রধান মো. মিজানুর রহমান,প্রভাষক মনির হোসেন, রিয়াজ উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাভেন, শিক্ষার্থী ইংরোজ আলম টিমন, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হোসেন কিরণ, সাংগঠনিক সম্পাদক ফাহাদ হোসেন, প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে খিস্ট্রান জঙ্গি কর্তৃক মুসলমানদের পবিত্র স্থান মসজিদে হামলা করে ৫০ জন নামাজরত মুসল্লীকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ হামলার সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। যাতে করে ভবিষ্যতে মুসলমানদের উপর এরকম হামলার সাহস কেউ না করতে পারে। যদি এনিয়ে কোনো রকম টালবাহানা করা হয় তাহলে শান্তিপ্রিয় মুসলমানদের কেউ দমিয়ে রাখতে পারবে না।
বক্তারা আরও বলেন, এ জাতীয় সন্ত্রাসী হামলা বিশ্বের সকল ধর্মের প্রতি হুমকি স্বরুপ। অবিলম্বে যে কোনো ধরণের মৌলবাদী সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।