ব্রেকিংঃ

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফল

জনতার বানী ডেক্স :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছেে। বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই অপারেশন সম্পন্ন হয় ।

৩ ঘণ্টার মধ্যে তার জ্ঞান ফিরতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তাররা। বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টার দিকে সার্জারি শুরু হয়।

সার্জারি করেন ডা. ফিলিপ কোহ’র নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।

ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।

মঙ্গলবার এক বিবৃতিতে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সময় নির্ধারণের তথ্যটি নিশ্চিত করেছিলেন সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

ওই সময়

তিনি জানান, মন্ত্রীর রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

গত ৩ মার্চ হৃদরোগ আক্রান্ত হন ওবায়দুল কাদের। ওই দিনই ঢাকায় বিএসএমএমইউতে তাৎক্ষণিক ও জরুরি চিকিৎসার অংশ হিসেবে তার হৃদযন্ত্রে একটি রিং বা করোনারি স্ট্যান্ট পরানো হয়। পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।