ব্রেকিংঃ

স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় ইশা ছাত্র আন্দোলনের আয়োজনে র‌্যালী ও দোয়া মাহফিল ‌অনুষ্ঠিত

 মিজানুর রহমান  :
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবং  মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনায়  র‌্যালি , পবিত্র কুরআন খতম ও  দোয়া মাহফিলের আয়োজন করেছে  ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা( উত্তর) শাখা । মঙ্গলবার (২৬ মার্চ ) সকালে ভোলা গোরস্থান মসজিদে  পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
পরে সকাল ১০ টায়  ভোলা যুগীরঘোল চত্বর থেকে  পতাকা মিছিল ও বর্ণাঢ্য র‌্যালী শুর হয়।
র‌্যালীটি ভোলা যুগীরঘোল চত্বর থেকে শুরু হয়ে সদর রোড , কালিনাথ রায়ের বাজার হয়ে নতুন বাজারে এসে  শেষ হয়।
 এসময় পথ সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন  ভোলা জেলা (উত্তরের) সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম । এসময় তিনি বলেন , বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক কিন্তু একটা দলের কাছে জিম্মি, হয়ে আছে বাংলাদেশ স্বাধীন । আমরা আমাদের অধিকার পেরে পাইনি আমাদেরকে বাকরুদ্ধ করে রেখেছে একদল শাসকগোষ্ঠী । তিনি বলেন, বাংলাদেশ ৯২% মুসলিম দেশ সেই দেশে নাস্তিক রাশেদ খান মেনন ইসলামী শিক্ষাকে বিশবৃক্ষ বলছে আলেমদেরকে মোল্লাতন্ত্র বলেছে, সরকারের প্রতি আহবান করে বলেন নাস্তিক রাশেদ খান মেননের লাগাম টেনে ধরুন, কেউ যদি ইসলামের প্রতি আঙ্গুল তোলে তার আঙুল ভেঙে ফেলা হবে যদি কেউ চোখ রাঙ্গায় তার চোখ উপড়ে ফেলা হবে, তিনি আরো বলেন, এদেশে আলেম ছিল আলেম আছে, আলেম থাকবে ইনশাআল্লাহ ।
ছাত্র আন্দোলন জেলা সভাপতি মু. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. আবুল হাশেমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা পৌরসভা সভাপতি মাও. আতাউর রহমান মোমতাজী, জেলা প্রচার সম্পাদক মাও. ইউসুফ আদনান সহ প্রমূখ নেতৃবৃন্দ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।