ব্রেকিংঃ

নৌকার মাঝিদেরকে মাদকের বিরুদ্ধে যুদ্ধের আহব্বান করলেন এসপি মোকতার

 এম রহমান রুবেলঃ
ভোলা জেলা পুলিশ কতৃক আয়োজিত ভোলা জেলার গভীর সমুদ্রের মৎস আহরনের উদ্দেশ্য গমনকারি ট্রলার মালিক, মাঝি, সহকারি মাঝি, মিস্ত্রি, ও জেলেদের সাথে মাদকবিরোধী সচেতনামুলক সভায় চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে বুকে ধারন ও বাস্তবায়নের লক্ষ্যে ৩০ এপ্রিল ২০১৯ সকাল ১১ টার সময় ভোলা পুলিশ লাইন ড্রিল স্যাট মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্টান অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মাদক কারবারিদের আতং ভোলার জন সাধারনের জান মাল নিরাপত্তাদানকারির অগ্রমহানায়ক মোকতার হোসেন পিপিএম। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,পুলিশের ঊধ্বতন কর্মকর্তাগন,সকল থানার অফিসার ইনচার্জ এবং ভোলা জেলার বিভিন্ন থানা থেকে আগত ট্রলার মালিক মাঝি,সহকারি মাঝি, মিস্ত্রি ও জেলে সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। পরিশেষে সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাট করান পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম।
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।