ব্রেকিংঃ

সন্তানকে তার মায়ের কোলে ফিরিয়ে দৃষ্টি স্থাপন করলেন এসপি মোকতার

এম রহমান রুবেল:
বাংলাদেশে ঘূর্ণিঝড় ফনী আঘাত হানে ।তার প্রভাব পড়ে ভোলার উপকূলের শহর ভোলাতে। ঘূর্ণিঝড় ফনীর আঘাত থেকে নিরাপদ আশ্রয়ে সাইক্লোন সেন্টারে মানুষকে নিয়ে কাজ করছিল ভোলার পুলিশ প্রশাসন,রেডক্রিসেন্ট, সহ দলীয় সংগঠনের সহযোগী সংগঠনগুল। রাতে ঘূর্ণিঝড় “ফণী যখন আঘাত হানে ভোলার উপকূলে তখন পুলিশের একটি টিম ভোলার আনাচে কানাচে পরিদর্শনকালে ঘূর্ণিঝড়ের কবল থেকে পরিচয়হীন মোসাঃ আংকুর(৮), মোঃফয়সাল (৬) কে ভোলার পৌর সভার মোল্লা ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ৪ তারিখ সন্ধ্যার দিকে আংকুর ও ফয়সাল এর অভিভাবক কে খুঁজে বের করে শিশু দুটিকে তার মা আনোয়ারা বেগম এর হাতে তুলে দেয় ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মাদক কারবারিদের আতংক অসহয় দুস্থদের অতিআপনজন অসহায় বান্ধব মাদকের বিরুদ্ধে যুদ্ধা ঘোষনার অগ্রমহানায়ক মোঃ মোকতার হোসেন পিপিএম । মা আনোয়ারা বেগম তার সন্তান দুটিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।আনোয়ারা বেগম এর বাড়ি ভোলা ইলিশা জংশন। পুলিশের এই মহৎ কাজটির জন্য সকলের কাছে আজ গ্রহনযোগ্যতা সহ সর্বমহলে প্রশংসার দাবিদার। পুলিশ সুপার মোকতার হোসেন পিপিএম বলেন পুলিশ জনগনের বন্ধু। পুলিশের কাজই হলো জনগনের সেবা করা তারই ধারাবাহিকতার ধারা অব্যাহত রক্ষায় কাজ করছে আমার পুলিশ বাহিনীর চৌকস অফিসারেরা।
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।