ব্রেকিংঃ

ভোলা পৌরসভার সুন্দর পরিবেশকে ময়লা আবর্জনার স্তুপে পরিনত করেছে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারি- শফিকুল ইসলাম

এম রহমান রুবেল
জেলা প্রশাসন কতৃক আয়োজিত ভোলা কালেক্টরেট স্কুল এর উদ্বধন অনুষ্টানে বরিশাল বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে, ভোলা জেলা আওয়ামীলিগে ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক, ভোলা চেম্বার অব কমার্সের সম্মানিত পরিচালক, জনাব সফিকুল ইসলাম (সফি)তার বক্তব্য বলেন,মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় আপনি আমাদের ভোলার অবিভাবক,আপনি জেনে দেখেন,এই পবিত্র রমজান মাসের শুরু থেকে ভোলা পৌর সভার কিছু অসাধু কর্মচারী পৌর বাসীর চরম ভোগান্তি সৃষ্টি করে ভোলার জনগনের কাছে সরকার ও সরকারের প্রতিনিধি কে অবহেলা করার উদ্দেশ্য একত্রিত হয়।
এই সকল অসৎ কর্মচারীরা ভোলা পৌর সভার সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ কে একটি ময়লা আবর্জনার স্তুপে পরিনত করে।যার কারনে পবিত্র রমজান মাসের শুরু থেকে ভোলা পৌর সভা একটি দূর্গন্ধময় ও অন্ধোকারাচ্ছন্ন শহরে পরিনত হয়।যাতে রোজাদার ও স্কুলগামী কোমলমতি শিশুরা চরম ভোগান্তির শিকার হয়।এই ভোলা পৌরসভার কিছু অসাধু কর্মচারী ইচ্ছাকৃত ভাবে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বিগত ৪০ বছরে ভোলা পৌর সভায় যা ঘটেনি, অথচ গত দীর্ঘদিন ধরে ভোলা পৌর বাসীকে এই কষ্ট ও যন্ত্রনা দিতে থাকে। আপনি জানবেন যখন সাবেক সফল শিল্প ও বানিজ্য মন্ত্রী ভোলা সদর আসনের মাননীয় এমপি জনাব আলহাজ্ব তোফায়েল আহাম্মদ অসুন্থ ছিলেন তখন থেকে এই অসাধু কর্মচারীরা মাননীয় এমপি ও সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে, মাননীয় এমপি ও সরকারের দুর্নাম করার জন্য তারা এই অপকর্ম করে থাকে।
মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে আমার অনুরোধ আপনি অনতিবিলম্বে ভোলার সকল অসাধু কর্মচারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যাবস্তা করে ভোলাবাসীকে একটি স্থায়ী শান্তির ব্যাবস্তা করবেন।শফিকুল ইসলাম শফির বক্তব্যের আলোকে মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় বলেন, আমি নির্দেশ দিলাম জেলা প্রশাসক জনাব মাসুদ আলম কে, আপনি ভোলার সকল অসাধু কর্মচারীদের চিহৃিত করে দ্রুত আইনের মাধ্যমে শাস্তির ব্যাবস্তা করবেন।

 

 

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।