ব্রেকিংঃ

বোরহানউদ্দিনে পল্লী বিদ্যুতের তেলেসমাতি

জেএম.মমিন,বোরহানউদ্দ­িন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে পল্লী বিদ্যুতের তেলেসমাতিতে অতিষ্ঠ পল্লীর সাধারণ গ্রাহকরা ৷ পবিত্র রমজান মাসেও চলছে এর ভেলকিবাজি ৷ তারাবি, সেহরী কিংবা ইফতার কোন সময়ই যেন পরোয়া করেনা ৷ সীমাহীন লোডশেডিং আর খামখেয়ালিপনার শিকারে রীতিমত ভূগছেন এখানের মানুষ ৷

যাতে জনমনে দেখা দিয়েছে ভিষণ ক্ষোভ ৷ এব্যাপারে স্থানীয়, কিছু গ্রাহকদের সাথে কথা বললে তারা জানায়, যেখান থেকে বিদ্যুত উৎপাদন হয়ে সরবারহ হয় জাতীয় গ্রীডে সেখানে লোডসেডিং নিত্যসঙ্গী হবে কেন? এখান থেকে বিদ্যুত উৎপাদন করে যদি এখানের চাহিদা মেটাতে না পারে তাহলে কেন তারা আমাদেরকে লাইন দিলো? দিনে ২৪ ঘন্টার প্রায় ১০ ঘন্টাই থাকে বিদ্যুত বিহীন ৷ তাও আবার প্রয়োজনীয় সময়ে ৷ ঝড় বৃষ্টি ছাড়া মন চাইলেই তারা বিদ্যুত নিয়ে যায় ৷ বিশেষ করে দুপুরে বেলায় যখন আমরা একটু বিশ্রাম নেয়ার চেষ্টা করি সন্ধ্যায় যখন আমাদের ছেলে মেয়েরা পড়তে বসে ৷ তারাবির সময় ও সেহরীর সময় বিদ্যুুত নিয়ে যায় ৷ গরমে রাতে ঘুমাতে পারছিনা ৷ দেখার কেউ নেই ৷ এখন আমাদের দাবী আমাদেরকে যেন নিরবিচ্ছিন বিদ্যুত প্রদান করা হয় ৷ এবং এব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবস্থা গ্রহন করে ৷

এদিকে সারাদেশের মতো এখানেও চলছে তীব্র তাপদাহ অপর দিকে চলছে পবিত্র রমজান মাস ৷ সপ্তাহের প্রায় প্রতিদিনই গ্রাহকদের নিয়ে খেলা খেলে বোরহানউদ্দিনে পল্লী বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সেবার মান হাজারো প্রশ্নের মুখোমুখি হলেও গ্রাহক হয়রানি আর অনিয়ম এখানে রন্ধ্রে রন্ধ্রে।
শীত, গরম, রাত, দিন, বৃষ্টি কিংবা পরিষ্কার আকাশ কোনো কিছুরই বালাই নেই বোরহানউদ্দিন পল্লী বিদ্যুৎ অফিসের। সব সময়ই যেন এ উপজেলায় লোডশেডিং লেগেই থাকে। গরমকাল আসলে এর মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। বর্তমানে এখানে অসহ্য লোডশেডিং চলছে।

এ নিয়ে বোরহানউদ্দিন পল্লী বিদ্যুত অফিসে যোগাযোগ করলে কর্মরত রনজিৎ দাস জানান, ভোলার সাবস্টেশনে সমস্যা থাকায় এই বিভ্রাট দেখা দিয়েছে ৷ কবে নাগাদ সমস্যা শেষ হবে? জানতে চাইলে তিনি জানান, এখনো বলা যাচ্ছে না ৷

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।