ব্রেকিংঃ

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদ বুধবারই হচ্ছে – ধর্ম প্রতিমন্ত্রীর নতুন ঘোষণা

বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, এবং এর ফলে বুধবারই ঈদুল ফিতর পালিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জাতীয় চাঁদ দেখা কমিটির দ্বিতীয় একটি বৈঠক শেষে বাংলাদেশ সময় রাত সোয়া এগারোটার দিকে সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন।

তিনি জানান, উত্তরবঙ্গের লালমনির হাট এবং কুড়িগ্রাম থেকে স্থানীয় লোকেরা চাঁদ দেখতে পেয়েছেন বলে কমিটিকে খবর দিয়েছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি প্রথম বৈঠকের পর বলেছিল – বাংলাদেশের কোথাও চাঁদ দেখা যায় নি, তাই বৃহস্পতিবার ঈদ পালিত হবে।

তবে এর কয়েক ঘন্টা পর কমিটি আরেকটি বৈঠকে বসে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে ওই বৈঠকে উত্তরবঙ্গে চাঁদ দেখা যাবার খবর নিয়ে আলোচনা হয়।

মূল চাঁদ দেখা কমিটির সাথে একযোগে প্রতিটি জেলায় একটি করে কমিটি কাজ করে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে সেটি স্থানীয় প্রশাসন বা ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্টদের মাধ্যমে জেলা কমিটির কাছে পৌঁছায়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।