ব্রেকিংঃ

বঙ্গবন্ধুর উপাধি দাতা তোফায়েল আহমেদ এর সাথে ভোলার বাণী সম্পাদকের সৌজন্যে সাক্ষাৎ

স্টাফ রিপোটারঃ
সাবেক শিল্প – বানিজ্য মন্ত্রী ভোলা গড়ার কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ৬৯ এর মহানায়ক বঙ্গবন্ধুর উপাধি দাতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের সাথে শুক্রবার সকালে বনানী বাসভবনে দ্বীপের রানী, দ্বীপ জেলা ভোলার বহুল পরিচিত দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মাকসুদুর রহমান সহ ভোলার বাণী পরিবারের একঝাক তরুন সাংবাদিকদবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ । এসময় ভোলার বহুল প্রচারিত দৈনিক ভোলার বাণী পত্রিকায় প্রকাশিত “লিডার নামে খ্যাত ” শিরোনামের নিউজের কপির একটি ক্রেষ্ট তুলে দিয়েছেন সাবেক শিল্প – বানিজ্য মন্ত্রীর হাতে তুলে দিয়েছেন ভোলার বানী পত্রিকার সম্পাদক সহ পরিবারের সদস্যরা । এসময় ভোলার ২২ লাখ মানুষের অভিভাবক এবং গণমানুষের নেতা ৬৯ এর মহানায়ক বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ভোলা ১ আসনের এমপি তোফায়েল আহমেদ মহোদয় ভোলার বাণীর এই ক্রেষ্ট ও একটি পত্রিকা দেখে তিনি খুশি হয়ে তিনি বলেন, ভোলার সার্বিক উন্নয়নের চিত্রসহ সকল ধরনের সত্য নিউজ প্রচার দেখে আমি মুগ্ধ। এই পত্রিকায় ইলিশার একটি ঘটনার নিউজ দেখে সাথে সাথে ভোলা সদর থানার ওসি ছগির মিঞা কে ফোনের মাধ্যমে নির্দেশ দিয়েছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য। এই সময় সম্পাদক মন্ডলীর সাথে সফর রত হিসেবে উপস্থিত ছিলেন ভোলার বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার, ভোলার বহুল পরিচিত অনলাইন পত্রিকা জনতার বানী. কম পত্রিকার সম্পাদক এম রহমান রুবেল, ভোলার বানী পত্রিকার স্টাফ রিপোটার ইয়ামিন হোসেন, জামিল হোসেন, আরিফ হোসেন প্রমুখ।

 

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।