ব্রেকিংঃ

অব্যাহত বৃষ্ঠিপাতে ভোলার জনজীবন ছন্দপতন

এম জামিল হোসেনঃ

মাঘের বসন্তের পরে আষাড়ের বজ্র বৃষ্ঠিতে বিপর্যস্ত ভোলার স্বাভাবিক জনজীবন। বজ্রের ঘনঘটার কারনে ভোলার মানুষের জীবন ছন্দপতন।

অব্যাহত বৃষ্ঠির কারনে ঘর থেকে বের হতে পারছেন না ভোলার ঘরমুখি মানু্ষগুলো।

এই অতি বৃষ্ঠির কারনে ঘর থেকে বের হতে পারছেন ঘরমুখি মানুষ, পারছেন না কোন কিনা কাটা করতে। অতি বৃষ্ঠির কারনে ভোগান্তিতে পরেছে স্কুল,  কলেজ গামি ছাত্র-ছাত্রী ও সাধারন মানুষগুলো।  এদিকে ভোলার শহরের মার্কেটের দোকানগুলোতে নেই কোন বেচা কিনা। ঁঅতি বৃষ্ঠির কারনে বেচা কিনা না থাকায় দোকানগুলো প্রায়ই বন্ধ দেখা যায়। মার্কেটের দোকান বন্ধ থাকার কারনে লুকশান গুনতে হচ্ছে দোকান ব্যাবসায়ীদের।

অতি বৃষ্ঠি ও বজ্রপাতের কারনে সঠিক সময় স্কুল/ কলেজে যেতে পারছেন না ছাত্র- ছাত্রী ও অফিসগামি কর্মকর্তা কর্মচারিরা।

এদিকে আরো দেখা যায় অব্যাহত বৃষ্ঠির কারনে মেঘনার ভয়াল ভয়াবহ ভাঙ্গন। এতে করে তলিয়ে যাচ্ছে অনেক গ্রাম ভেঙ্গে যাচ্ছে রাস্তাঘাট। অতি বৃষ্ঠির কারনে পথচারিসহ স্কুল, কলেজ ছাত্র-ছাত্রীদের জনজীবন বিছিন্ন। অতি বৃষ্টি ও বজ্রপাতের কারনের ভোলার জনজীবনে এসেছে ছন্দপতন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।