ব্রেকিংঃ

ভোলার পশ্চিম ইলিশায় গৃহবধুকে সিগারেটের আগুন দিয়ে গাঁ ঝলছে দিয়েছে পাষান্ড ম্বামি কামাল

এম রহমান রুবেল
ভোলার পশ্চিম ইলিশায় এক গৃহবধুকে সিগারোটের আগুন দিয়ে দুই হাত ও দুই পা ঝলছে দেওয়ার অভিযোগ উঠেছে তার পাষান্ড স্বামী কামালের বিরুদ্ধে।
২৫/০৮/১৯ দুপুর ২ টার সময় স্বামী স্ত্রীর কথার কাটা কাটিতে তাসনুরের স্বামি কামাল তাসনুরকে পিঠিয়ে তার দুই হাত ও দুই পা সিগারেটের আগুন দিয়ে ঝলছে দেয় তার পাষান্ড স্বামীর কামাল।
তাসনুরের ভাই এম রানার অভিযোগে ঘটনা স্থল ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার ৩ নং ওয়াডে কলিমদ্দিন এর বাড়ি গিয়ে দেখি তাসনুর বেগম কে মেরে মাথা ফাঠিয়ে তার দুই হাত ও দুই পা সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে জখম করেছে তাসনুরের স্বামি কামাল।
তাসনুরকে ঘরে আটকানা দেখে তাসনুরের ভাই এমরান রানা কামালের মা এবং কামালের বাবাকে হাতপাতালে আনতে বললে তারা অপরাগত স্বীকার করায় তাসনুরের ভাই ও স্থানীয় দৈনিক ভোলার বাণী পত্রিকার সাংবাদিক গিয়ে তাসনুরের স্বামীর বাড়ি থেকে তাসনুরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
সরেজমিনে গিয়ে স্খানীয়দের সাথে আলাপ করলে তারা প্রতিবেদক জানান তাসনুর অনেক ভালো মেয়ে ওর বাবা মা কেউ এই দুনিয়াতে নেই। তাসনুরু বেগম ভোলা পৌর ডেমপট্রির ১ নং ওয়াডের আনোয়ারা বেগমের বাড়িতে বড় হয় তাসনুর বেগম। তাসনুর বড় হওয়ার পর তাসনুর কে ১ লক্ষ টাকা যৌতুক দিয়ে তাসনিরের মা আনোয়ারা বেগম তাসনুরকে কামালের সাথে বিয়ে দেন।

দীর্ঘ ১২ বছর বিয়ে পাড় হলে তাসনুরকে তাসনুরের স্বামীর অনুরোধে তাসনুরের পালক মা আনোয়ারা বেগম তাসনুরকে ২ লক্ষ টাকা দিয়ে ২০১৫ সালে জডান পাটান। তাসনুর জডান গিয়ে তার স্বামী কামালের নামে ভোলা সদর ইসলামি ব্যাংকের মাধ্যামে ৭ লক্ষ টাকা পাটান কামালের স্ত্রী তাসনুর বেগম।
তাসনুর বেগম বাংলাদেশে আসতে না আসতে আবার টাকার লোভে তার পাষান্ড স্বামী কামাল তাসনুর কে আবার জডান যেতে বলেন তাসনুর বেগমকে।
তাসনুর বিদেশ যেতে স্বামি কামালের কথায় অপারাগত স্বীকার করায় ২৫ /০৮/২৯ দুপুর আনুমানিক ২ টার সময় তাসনুরকে সিগারেটের আগুন দিয়ে ঝলছে দেয় তাসনুরের পাষান্ড স্বামী কামাল।
জানা যায় পশ্চিম ইলিশার কলিমদ্দিনের ছেলে কামালের সাথে ১৭ বছর আগে ভোলা পৌর ১ নং ওয়াডের বাসিন্দা আনোয়ারা বেগমের ঘরে বড় হওয়া তাসনুর বেগমকে কামালের সাথে বিয়ে দেন।
বিয়ে হওয়ার পর তাদের ঘরে এক সন্তান জন্ম নেন। তার বয়ষ ১০ বছর।
তাসনুরের সাথে কথা বললে তাসনুর জানান আমাকে প্রায় সময় আমার স্বামী কামাল আমার শ্বাশুরি আয়শা ও শ্বশুর কলিমদ্দিনের কথায় মার ধর করতো। আমি সব সময় মুখ বুজেজে সজ্জো করে মেনে নিতাম কারন আমি এক সন্তানের জননী তাছাড়া আমার মা বাবা এই দুনিয়াতে কেউ ই বেচে নেই তার কারনে।
এই দূর্বলতায় সে প্রায় ই মার ধর করতো। সেই সাথে আমার শ্বাশুরি আমাকে ঝাড়ু এবং তারাশি দিয়ে শরিরের বিভিন্ন জায়গায় আগাত করতো আমি তাদের দেওয়া আগাত নিরবে সজ্জো করতাম।
এব্যাপারে কামালের মা আয়শা ও বাবা কলিমদ্দিনের সাথে কথা বললে তারা জানান আমরা মারিনি আর আমার ছেলে কামাল ও মারেনি কামাল অনেক ভাল ছেলে।
কামালের বাবাকে কামাল সম্পর্কে জিজ্ঞাসা করলে তানি জানান কামাল ভোলা নেই দুই দিন।
এই ব্যাপারে ভোলা সদর মডেল থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।