ব্রেকিংঃ

ভোলার মেঘনা নদী থেকে মিলন নামের এক জেলেকে অপহারন করে জলদস্যুর গডফাদার শাহিন বাহিনী

হারুন শাহ
ভোলার মেঘনা নদী মধুপুর নামক এক জায়গা থেকে মিলন নামের এক জেলে কে অপহরন করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে ভোলার কুখ্যাত জলুসদ্যু বাহিনীর গডফাদার শাহিন গংদের দিকে।
গতকাল শনিবার রাত ১২ টার সময় ভোলার মেঘনা নদী মধুপুর নামক জায়গায মাছ ধরতে গেলে মিলন নামের এক মাঝিকে রাতে জলুসদ্যু বাহিনীর গডফাদার শাহিনের নেতৃত্বে ইয়াছিন, নাঈম, বাশার, ছালাউদ্দিন সহ ১০- ১২ জন মিলে তাকে মুক্তিপন আদায়ের জন্য চোখ মুখ হাত পা বেধে নিয়ে গিয়ে তাকে ব্যাপক মারধর করে।
মিলনের পরিবার মিলনের অপহরনের কথা শুনে ভোলা কোস্টগাডকে অবগত করলে ভোলার কোস্টগাড রাত ১.৩০ মিনিটের গোপন তথ্যমতে জলদস্যু বাহিনীর গডফাদার শাহিনী বাহিনীর আস্ততানা থেকে ভোলার মদনপুর মাঝের চর নামক স্থান থেকে তাকে কোস্টগাড উদ্ধর করে।
ভোলার কোস্টগাড কর্মকর্তা সুমনের নেতৃত্বে রাতে একটি টিম ভোলার মদনপুর চর থেকে অভিযান পরিচারনা করে মিলন কে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এই কোস্টগাড কর্মকর্তা।
আহত মিলন ভোলা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ৩৯ নং বেডে ভর্তি অবস্থায় আছে।
অপহরনের স্বীকার আহত মিলনের সাথে কথা বললে তিনি জানান, আমাকে শাহিন নদী থেকে তুলে নিয়ে ভোলার মদনপুর চর নামক এক জঙ্গল নিয়ে ব্যাপক মারধর এবং আমার কাছে ১ লাখ টাকা দাবি করে।
আমার ডাক চিৎকারে এলাকার লোকজন আইসা পরলে আমাকে মদনপুর চর নামক স্থানে মাছের তহবিলে রেখে যায়।
সেখান থেকে ভোলার কোস্টগাড আমাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।