ব্রেকিংঃ

বোরহান উদ্দিনে জামিনে বের হয়ে বাদিকে প্রান নাশের হুমকি

ভোলা বোরহানউদ্দিনে জামিনে বের হয় বাদির বাড়িতে হামলা ও বাদির পরিবারকে প্রানণাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত নুরনবী গত ২ অক্টেবর জামিনে বের হয়ে মামলার বাদি সিদ্দিকের বসত ঘরে গিয়ে হামলার চেষ্টা, বাদি ও পরিবারকে প্রাননাশের হুমকি দেয়।
ঘটনা সুত্রে যানা যায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর পক্ষিয়া গ্রামের ছমিনুল হক মৌলভি বাড়ির বাসিন্দা মো: সিদ্দিকের সাথে একই বাড়ির মৃত ওয়ারেছের ছেলে নুরন্নবীর সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত মার্চ মাসের ১৭ তারিখে কথা কাটাকাটির এক পর্যায়ে সিদ্দিকের ঘরে গিয়ে সিদ্দিকের স্ত্রী সুলতানা রাজিয়া কে এলোপাথারী ভাবে মারধর করে এবং ঘর থেকে টাকা ও স্বর্ন অলঙ্কার নিয়ে যায়। গুরুতর অবস্থায় সুলতানা রাজিয়াকে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ কম্পেলেকসে ভর্তি করে। ২০ মার্চ সুলতানা রাজিয়ার স্বামী সিদ্দিক বাদি হয়ে আদালতে হত্যা চেষ্টা মামলা দ্বায়ের করে। পরে আগাম হাজিরা দিয়ে নুরনবী আদালত থেকে জামিন নেয়। জামিনে নিয়েই সেদিন বিকেলেই বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদিকে হুমকি দেয়। বাদি সিদ্দিক নিরাপত্তা চেয়ে ভোলা জেলা পুলিশ সুপার বরাবর আবেদন করলে পুলিশ সুপারের নির্দেশে বোরহান উদ্দিন থানার এসআই শরিফুল ইসলাম বিষয়টি তদন্ত করে সত্যতা খুজে পেয়ে নুরনবীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। গত ২৬ সেপ্টেম্বর সিদ্দিকের ছেলে নিজাম তার কর্মস্থল উত্তর পক্ষিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে নুরনবীর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। পরে স্কুল শিক্ষক নিজাম নিজের নিরাপত্তা চেয়ে বোরহানউদ্দিন থানায় একটি সাধারন ডায়রি করে। সিদ্দিকের মামলায় আদালতে হাজিরা না দেওয়ার কারনে আদালত নুরনবীর জামিন বাতিল করে গ্রেফতারি পরেয়ানা জারি করলে ১ অক্টোবর বোরহানউদ্দিন থানা পুলিশ নুরনবীকে আটক করে কারাগারে পাঠায়। ২ অক্টেবর আদালত থেকে নুরনবী পুনরায় জামিন পায়। জামিনে বের হয়ে বাড়িতে গিয়ে একদল সন্ত্রাসী নিয়ে সিদ্দিকের ঘরে হামলা চালাতে যায় এবং সিদ্দিকের পরিবার কে গালমন্দ ও প্রান নাশের হুমকি প্রদান করে। এতে সিদ্দিকের পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসেনের হস্তক্ষেপ কামনা করছে সিদ্দিকে পরিবার।
এ বিষয়ে নুরনবীর সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।