ব্রেকিংঃ

ভোলার ইলিশায় সোনা ডুগীর খাল ভরাটের প্রতিবাদে জেলেদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: জেলে বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান দিয়ে আজকের এই মানববন্ধন।

দ্বীপ জেলা ভোলার মানুষের আয়ের উৎসাহ হচ্ছে একমাত্র ইলিশ শিকার। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মেঘনার বুকে মাছ ধরার জন্য নেমে পড়েন হাজারো জেলে,এই মাছ শিকার করে যাহা পাই তাই দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করে এবং ছেলে মেয়েদেরকে লেখা পড়া করাই।

এমনটাই দেখা যায় ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রামের।১৮হাজার পরিবারের মধ্য দশ হাজার জেলে পরিবার রয়েছে,মেঘনা নদীতে ইলিশ শিকারের জন্য এই খাল ব্যবহার করে থাকেন এখানকার জেলেরা।

তারা অভিযোগ করে বলেন, যুগ যুগ ধরে এই খালটি ব্যবহার করে আসছেন তারা।পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে কেয়েক বার আশা দিয়ে রেখেছে কিন্তু কোন সুফল হলোনা,বর্তমানে পানি উন্নয়ন বোর্ড এ খালটি ভরাট করে বেড়িবাঁধ নির্মাণ করতে যাচ্ছেন। জেলেদের জন্য করা হয়নি বিকল্প কোনো ব্যবস্থা ৮কিলোমিটারের মধ্য খাল না থাকায় এখানকার এই সব জেলেরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এ সময় জেলেরা বলেন,আমাদের একমাত্র আয়ের উৎসব হচ্ছে মেঘনা নদী, সারাদিন নদীতে মাছ ধরে নিজেদের সম্পদ জাল নৌকা, ট্রলার খালের মধ্যে হেফাজতে রাখি আমরা। কিন্তু যখন এই খালটি ভরাট করে পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করতেছে বেড়ীবাঁধ। আমরা বেড়ীবাঁধ এর পক্ষে কিন্তু আমাদের জন্য বিকল্প একটা ব্যবস্থা চাই, বিকল্প ব্যবস্থা না করে খালটি ভরাট করলে আমাদের অবস্থা কি হবে?আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আজকে খাল ভরাট বন্ধের দাবীতে হাজারো জেলে পরিবারের সদস্যরা ইলিশায় মানববন্ধন করছি। আমাদের দাবি যদি এই খাল ভরাট করে,
তাহলে বিকল্প একটা ব্যবস্থা আমাদের জন্য করতে হবে, আর যদি সেটা না করে পুনরায় খাল ভরাট করে তাহলে আমরা কঠোর আন্দোলন করবো।
আমাদের ভোলার অভিভাবক সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী বর্তামান এমপি জননেতা আলহাজ্জ্ব তোফায়েল আহম্মেদ এবং মানেনীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের জাল নৌকা ট্রালার রাখার জন্য বিকল্প খাল খনন না করে এই খাল যেনো ভরাট না করা হয়।

আশা করি কর্তৃপক্ষ বিষয়টি দৃষ্টি দিবেন এবং জেলেদের বিষয়টি বিবেচনা করবেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।