ব্রেকিংঃ

ভেদুরিয়ায় জমি দখল, দোকান ভাংচুর ॥ টাকা লুটের অভিযোগ

এম জামিল হোসেন ॥ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চরভুতা এলাকার আসাদ আলি ব্যাপারি বাড়ীর সামনে জমি দখল, দোকান ভাংচুর করে দোকাদার আলাউদ্দিন ও তার ভাই বিদেশ প্রবাসি আঃ রহিম এর স্ত্রী উম্মে হাবিবাকে পিটিয়ে রক্তাক্ত করে টাকা লুট পাটের অভিযোগ উঠে স্থানীয় আবু ছায়েদ গংদের বিরুদ্ধে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আলাউদ্দিনের কাছ থেকে জমি দাবিকারি আবু ছায়েদ নির্দেশে ভোলা থেকে বহিরাগত সাংবাদিক নাম পরিচয়দানকারি ইসমাইল ও রিপন এর নেতৃত্বে আসাদ আলি ব্যাপারির সামনের দোকানে আবু ছায়েদ এর ভাড়াটিয়া হিসেবে জমি দখলে এসেছেন বলে প্রতিবেদক জানান দোকান ব্যাবসায়ী আলাউদ্দিন।
দোকানদার আলাউদ্দিন প্রতিবেদক জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ভোলা থেকে কতিত সাংবাদিক নামধারি ভুমি দস্যু ইসমাইল, রিপন উঠাৎ করে লাটি সোঠা, দারালো অস্ত্র নিয়ে আমার দোকানের সামনে দাড়িয়ে আমার দোকানের ভিতরে ডুকে আমাকে মারধর করে দোকানের ভিতর মালামাল ফেলে আমার কাছে থাকা ৮০ হাজার টাকা নিয়ে যায় এবং আমাকে মারধর করার সময় আমাকে কতিত সন্ত্রাসীদের কাছ থেকে রক্ষা করার জন্য আমার ছোট ভাই প্রবাসি আঃ রহিম এর স্ত্রী এগিয়ে আসলে আবু ছায়েদ এর নেতৃত্বে, রতন, ফিরোজ, আঃ হামিদ, সুমন, আবুল কলাম, ইমমাইল রিপনসহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন মিলে দোকানে হামলা করে। এ সময় হামলাকারীরা আঃ রহিমের স্ত্রী’র পায়ে কুপিয়ে তার গলায় থাকা ৮ আনা ওজনের চেইন ও কানের ৮ আনা ওজনের একঝোড়া কানের দুল নিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আঃ হাই সরেজমিনে এসে পরিস্থিতি দেখেন এবং ভিকটিমদের হাসপাতালে ভর্তি করার জন্য নির্দেশ দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করান। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালের ৬১ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত আবু ছায়েদ গংদের এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেস্টা করেও না পেয়ে তার বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি বিধায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ইউপি সদস্য আবুল বশার জানান, জমি দখল দোকান ভাংচুর, টাকা ছিনতাই ও গলার চেইন কানের দুল নিয়ে যাওয়ার খবরেরর কথা শুনেছি, তবে আমি দেখিনি।
ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান তাজল ইসলাম মাস্টার বলেন, জমি দখল ও দোকান ভাংচুরেরর কথা শুনেছি। খবর পেয়ে ইউপি সদস্য বশারকে ঘটনাস্থলে পাটিয়েছি। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভেদুরিয়া চর রমেশ ১ নং ওয়ার্ডে জমি দখল ও দোকান ভাংচুর সংক্রান্ত বিষয় নিয়ে একটি গ্রুপ থানায় আসে। আমি ডিউটিরত অফিসারের কাছে তাদের অভিযোগ দিতে বলি। অভিযোগ সত্য হলে মামলা নিব। অভিযোগের তদন্তের জন্য ভোলার থানার এসআই মোঃ রাসেল মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।