ব্রেকিংঃ

মোহাম্মদপুর ৩৩ নং ওয়াড কাউন্সিলর পথে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মনোনয়ন প্রার্থী শাহিন

মোঃ সুজায়েত উদ্দিন (সুজন)

আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে
মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পথে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যুব তারুন্যর অহংকার
তারুণ্যের আইডল হিসেবে পরিচিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের আতংক
যুব সমাজের আইকন,
মাটি ও মানুষের নেতা,
মোহাম্মদপুর সর্ব স্থরের জনতার আপনজন গরিবের বন্ধু মোহাম্মদপুর থানা আঃলীগের সাংগঠনিক সম্পাদক
আলহাজ্ব মোহাম্মাদ আবু সায়েম শাহীন।

যুব তারুন্যর অহংকার আবু সায়েম শাহিন জনগনের মঙ্গলের কথা চিন্তা করে অসহায় ও গরিব এবং নির্যাতিত আঃলীগের নেতা কর্মিদের নিয়ে কাজ করার মনোভাব চিন্তা করে আসন্ন মোহাম্মদপুর ৩৩ নং ওয়াড কাউন্সিলর পথে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

কাউন্সিলর মনোনয়ন ফরম সংগ্রহ কারি আবু সায়েম শাহিন প্রতিবেদকে জানান , আমি কাউন্সিলর পথে মনোনয়ন পেলে জনগনের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারলে দলের সিদান্ত ও জনগনের ভালোবাসার নিয়ে কর্মিদের আপদ বিপদের সঙ্গি হয়ে তাদের পাশে থেকে কাজ করবো এবং এলাকা থেকে সন্ত্রাস চাদাবাজ, মাদক কারবারিদের দুর করতে আমার অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।