ব্রেকিংঃ

ভোলায় ইলিশের বাজার পরিদর্শন মস্য কর্মকর্তা জীবন বাবুর

এম রহমান রুবেলঃ
ভোলায় ইলিশের অভিযান এবার সফল হওয়ায় ইলিশ নদীতে বংশ বিস্তার করতে পাড়ায় ভোলায় ইলিশের বাম্পার।
ভোলার মেঘনায় শীত মৌসুমসে ইলিশ বেশি পড়ায় ভোলার বিভিন্ন জায়গায় ইলিশের ছরাছরি তাই পর্যবেক্ষন করার জন্য মাঠে নেমেছেন উপজেলা মস্য কর্মকর্তা জীবন বাবু।
তিনি এত মাছ পড়ে তা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না যেখানে যাই সেখানেই ইলিশ মাছ।

তিনি আরো জানান, জেলেদের জালে ঝাকে ঝাকে মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলো অনেক খুশি তাদের মুখে হাসি দেখতে পাই আমরা।
তিনি বলেন, এবারের অভিযান সফল হওয়াতে ইলিশ ঝাকে ঝাকে জেলেদের জালে ধরা পড়ছে। তাই দেখার জন্য উপজেলা মস্য কর্মকর্তার নির্শেদে মাঠে নেমেছি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।