ব্রেকিংঃ

চাঁদরাতের মতো জনসমাগম ভোলার কাঁচাবাজারে

যেন ঈঁদের বাজার করতে হবে এমন চিত্রই আজ ভোলার বাজারে দেখা গিয়েছে। ঔষধের দোকান ,মুদিমালামাল ও কাচাবাজার ব্যতিত সব দোকান বন্ধের ঘোষনা দেওয়ায় সন্ধ্যা থেকেই সকল দোকান বন্ধ করে রেখেছেন ব্যবসায়িরা।

এর ফলে যেমন ভিড় পরেছে ঔষধের দোকানে, তেমনি ভিড় পরেছে কাচাবাজার সহ মুদিদোকানগুলোতে। সবাই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যাপক আকারে ভিড় জমাচ্ছেন।

প্রায় মানুষকে আজ ভোলার বাজার হতে চালের বস্তা সহ, বড় ব্যাগ নিয়ে বাজার থেকে যেতে দেখা গিয়েছে। ব্যবসায়ীরা বলেন ” ঈঁদের মতো সবাই নিত্যপন্যসামগ্রী কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন।

একদিকে করোনা ভাইরাসের আতংক, দিনমজুর সহ বিভিন্ন পেশার মানুষের কাজকর্ম বন্ধ অপরদিকে দ্রব্যমূল্যের দাম এখনো নিয়ন্ত্রনের বাইরে।এ যেন নিম্ন আয়ের মানুষকে ব্যাপক চিন্তায় ফেলে দিয়েছে।

তাদের এখন একটাই প্রত্যাশা অন্যান্য দেশের মতো সরকার যেন সর্বদা তাদের পাশে অবস্থান করে। তবে আজকের বাজারে নিত্যপন্য চালের দাম স্বর্না বস্তা প্রতি ১৯০০ টাকা, আঠাশ চাল বস্তা প্রতি ২১০০ টাকা, মিনিকেট বস্তা প্রতি ২৬০০ টাকা, পেয়াজ ৫০ টাকা,সোয়াবিন তেল ১০৩ টাকা, কোয়ালিটি ৮২ টাকায় বিক্রি করতে দেখা গিয়েছে। সেই সাথে প্রচুর ভিড় দেখা গিয়েছে ঔষুধের দোকানগুলোতে যা অন্যান্য দিনের চেয়ে প্রায় তিনগুন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।