ব্রেকিংঃ

জীবন বাজি রেখে জনতার পাশে জনতার নেতা জহুরুল ইসলাম নকিব

এম রহমান রুবেলঃ
মানু্ষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই গানের কলির সাথে তাল মিলিয়ে জীবন কে বাজি রেখে মহামারি করোনার আক্রমনকে তোয়াক্কা না করে অসহায় হতদরিদ্র দিনমজুর পরিবারগুলোর খোজে জনতার পাশে জনপ্রিয় নেতা জহুরুল ইসলাম নকিব তাদের মাঝে এই ক্লান্তিলগ্নে চাল বিতরন করছেন।

শুক্রুবার সকালে কাচিয়া ইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক দুরুত্ব বজাইয়া রেখে অসহায় মানুষগুলোকে ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ এর নির্দেশে হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরন করেন।
এসময় জহুরুল ইসলাম নকিব চেয়ারম্যান বলেন, জাতীর এই ক্লান্তিলগ্নে আমরা ঘরে থাকবো আর আপনিরা না খেয়ে মরে যাবেন তা হয় না।

তিনি বলেন জন্মগ্রহন যেহেতু করেছি মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে তাই আর মরনের চিন্তা করে লাভ নেই।

এখন সেবার সময় মানুষের সেবার মধ্য দিয়েই মহান আল্লাহপাকই পাওয়া যায়। সুতরাং তাই যতদিন বেচে থাকবো আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাব।
তিনি আরো বলেন সরকারের নির্দেশ মেনে চলুন।
বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে আপনিরা না খেয়ে মরবেন না। দেশে প্রচুর খাদ্য মজুদ আছে।

আপনিরা খেয়ে আছেন না খেয়ে আছেন আমরা প্রতিদিন আমাদের গোপনীয় টিমের মাধ্যমে খবরা খবর রাখছি সুতরাং ঘরেই থাকুন নিরাপদে থাকুন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন বিধাতাকে ডাকুন আমাদের কে এই মহামারি থেকে মহান আল্লাহপাক যেন নাজাদ দেন এই দোয়া করেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।