ব্রেকিংঃ

ভোলায় অবাধে মেঘনায় শিকার করা হচ্ছে ইলিশ পনা

তানভীর আহমেদ দৌলতখান প্রতিনিধি।

মেঘনা ও তেতুলিয়া বিশাল জলরাশীতে ইলিশ পনা নিধনের মহা উৎসব চলছে। আশ্চর্যের বিষয় চাপালি মাছ নামে প্রতি কেজি ৫০ টাকা বিক্রি হচ্ছে। দিন শেষে অবিক্রিত থেকে যাচ্ছে টনে টনে ইলিশ পোনা। দিন শেষে বিক্রি না হওয়া ফেলে দেওয়া হচ্ছে তা। দৌলতখানের চকিঘাট,পাতার খাল, ভবানিপুর মাছ ঘাট, চরপাতা নতুন ঘাট, মুন্সির হাট, মেদুয়া, মদনপুর, হাজিপুর মাছ ঘাটে প্রতিদিন বিক্রি হচ্ছে ইলিশ পনা। বাড়ি বাড়ি গিয়ে কেজি হিসেবে বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা। মেঘনা, তেতুলিয়া’র মসুরি জাল , বিহেন্দী জাল, এইসন জাল দিয়ে নিধন করা হচ্ছে পনা গুলো।
মেঘনা দৌলতখানের সিমানায় মিজান মেম্বার অপ্রতিরোধ্য । হাজিপুর ইউপি মেম্বার মিজান ৫ টি মসুরি জাল দিয়ে মেঘনায় স্বিকার করছে ইলিশ পনা। মার্চ, এপ্রিল ঝাটকা অভিযানেও বন্ধ হয়নি তার জাল ফেলা। একসময়ে লেবার হিসেবে কাজ করলেও হঠাৎ করে অবস্থা পরিবর্তন হয়ে যায় মিজান এর নির্বাচিত হন ইউপি সদস্য হিসেবে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি গত ১০ বছরে মেঘনায় অবৈধ জাল দিয়ে মাছ শিকার করে কোটি,কোটি টাকা কামিয়েছেন। কোন অভিযানেও গায়ে বাতাস লাগেনি তার। আগেই সব ম্যানেজ করে ফেলা হয়। জাটকা অভিযানে শুধু মিজান দের কারনে অভিযানের সাফল্য নিয়ে প্রস্ন থেকে যাচ্ছে। প্রশাসন দেখেও চোখ বুঝে আছে। ইলিশের উৎপাদন কমে যাবে সরকার হারাবে রাজস্ব। ভরা মৌসুমে জেলে দের জাল থাকবে ইলিশ শুন্য।মিজান মেম্বার দের মত জারা আছে জাতীয় স্বার্থে তাদের থামাতে হবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।