ব্রেকিংঃ

শ্রমিক দিবসে ত্রাণের দাবীতে ভোলায় মানববন্ধন

নূরউদ্দিন আল মাসুদঃ

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় ভোলায় বন্ধ হয়ে যাওয়া যাত্রীবাহী বাহন মাহেন্দ্র ও অটোরিক্সা চালক এবং শ্রমিকরা ত্রাণের দাবিতে আজ মানববন্ধন করেছে।

আজ ১ লা মে বিশ্ব শ্রমিক দিবস শুক্রবার বেলা ১২টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসটার্মিনাল এলাকায় শ্রমিকদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভোলার হাজার হাজার বাস শ্রমিক মাহেন্দ্র চালক ও অটোরিক্সা চালকরা অংশগ্রহন করেন।

এ সময় তারা অভিযোগ করে বলেন-সরকারি নিষেধাজ্ঞার কারণে তারা পূর্বের ন্যায় আয়-রোজগার করতে পারে না।পরিবার চালাতে বিষন কষ্ট হচ্ছে তাদের।কখনো কখনো না খেয়ে ও জীবন কাটাতে হচ্ছে তাদের।কিন্তু দেশের এই ক্রান্তিলগ্নে তাদের এই বিপযর্য়ে ও পাশে পায়নি বাস মালিক সমিতি সংগঠনকে।এমনকি তাদের জমাকৃত সঞ্চিত টাকা যা বাস শ্রমিক সংগঠনের কর্মকর্তাদের কাছে বন্ধি অথচ চরম বিপদের মধ্যে তারা সেখান থেকে সাহায্য পায়নি বলে অভিযোগ করেন শ্রমিকরা

তারা আরো বলেন-শ্রমিকদের কান্না কেউ দেখে না।তাদের বিষয়টি খতিয়ে দেখে কাঙ্খিত সাহায্য প্রধান করার জন্য এবং জমাকৃত টাকা বন্টন করে দেওয়ার জন্য জেলা প্রশাসক ও বাস মালিক সমিতির দৃষ্টি আকর্ষণ করেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।